বিস্তারিত
  • বিশ্বনাথে পালেরচক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 March, 2018, 8:04 PM || রামপাশা


    বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে সু-শিক্ষার বিকল্প নেই। শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। আজকের শিশু আগামী দিনের ভবিষৎ।  শিক্ষিত জাতি গঠন করতে হলে আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বিনিয়োগ করতে হবে। উচ্চ-শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের দক্ষ জনবলে পরিনত করতে দেশি-বিদেশী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    তিনি সোমবার (১২মার্চ) দুপুরে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র রাব্বি আহমদ রবিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হাজী জমির আলী, পিটিএ কমিটির সভাপতি আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হেকিম উদ্দিন।

    এসময় উপস্থিত শিক্ষানুরাগী আশিক আলী, রাজু মিয়া, দিলোয়ার হোসেন, সৌদি আরব প্রবাসী ফারুক আহমদ, সংগঠক কাওছার আহমদ তুলাই, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ, শিক্ষিকা শান্তা বেগম প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ