বিস্তারিত
  • বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইতিহাসে সর্বাধিক নতুন ট্রাস্টি অনুমোদন


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 April, 2024, 8:38 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র আগামী ৫ মে নির্বাচনকে সামনে রেখে ট্রাস্টের ইতিহাসে সর্বাধিক নতুন ট্রাস্টি অনুমোদন। রোববার ট্রাস্টের বর্তমান বোর্ড অফ ম্যানেজমেন্ট কর্তিক ২৭৩ জন নতুন ট্রাস্টি অনুমোদন দেয়া হয়।

    ট্রাস্ট এর চেয়ারপার্সন মতছির খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো> মিছবাহ উদ্দিন এর পরিচালনায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান।

    এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপার্সন শেখ তাহির উল্লা, কোষাধক্ষ্য আজম খান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মজনু, কালচারাল সেক্রেটারি কদর উদ্দিন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ মানিক মিয়া, ইসি সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহীদ ,শাহ জয়নাল আবেদীন, আব্দুল সাত্তার ও আব্দুল মুকিত।

    উল্লেখ্য প্রতিজন ট্রাস্টি একহাজার পাউন্ড ট্রাস্টি ফি বাবদ বাংলাদেশি মুদ্রায় অনুমানিক তিন কোটি নব্বই লাখ টাকার মতো ট্রাস্টি ফি সংগৃহীত হয়েছে। বোর্ড অফ ম্যানেজমেন্ট সকল নতুন ট্রাস্টি বিন্দু দের কে ঐতিহাসিক প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হওয়ায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

    উল্লেখ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইতিহাসে সর্বাধিক ট্রস্টি অনুমোদন লাভ করে। দুটি প্যানেলে ২৬৮টি মেম্বারশীপ ফরম জমার মাধ্যমে ওই ইতিহাস রচনা করে ট্রাস্টটি। দুটি প্যানেল হল তাহির-আযম-আখলাক এবং মাফিজ-গুলজার মনির।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ