বিস্তারিত
  • বিশ্বনাথে মালিকা খানম হিফজ ও ইবতেদায়ী মাদ্রাসার ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 April, 2018, 7:15 PM || খাজান্সী


    সিলেটের জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান বলেছেন, সমাজকে আলোকিত করতে একটি শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে বড় হবার স্বপ্ন দেখতে হবে। সে লক্ষে নিজেকে গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সকল বিষয়ে দক্ষতার সাথে জ্ঞান অর্জন করতে হবে।
    তিনি সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও মালিকা খানম হিফজ ও ইবতেদায়ী মাদ্রাসার ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিক্ষার্থীদের মধ্যে ড্রেস ও বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নোমান, এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোঃ হোসাইন, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, লামাকাজী রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম ছিফত আলী, গভর্ণিং বডির সভাপতি রইছ আলী, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মাস্টার রইছ উদ্দিন। সংগঠক শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এনাম আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ তাজ উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মামুন আহমদ ও পরিচালনা কমিটির সদস্য ছাবুল মিয়া।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রউফ, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আনহার আলী, ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান, গয়াছ উদ্দিন, কাঞ্চন মালা, রাজনীতিবিদ কামাল রাসেল, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আজাদুর রহমান, মুরব্বি খলিল মিয়া, আনোয়ার খান, জিতু খান, আফিজ খান, সাবুল মিয়া, রুশন আলী, জমসিদ আলী, আব্দুল করিম, আব্দুল গফুর, আসব আলী, আব্দুল হাসিম, লায়েক মিয়া, আব্দুল মালিক, সংঘঠক শাহিন খান প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ