বিস্তারিত
  • বিশ্বনাথে অভিবাসন সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক কর্মশাল


    বিশ্বনাথ বিডি ২৪ || 24 November, 2021, 5:09 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪::-বিশ্বনাথে অভিবাসন সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক ইউনিয়ন কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ হলরুমে রয়্যাল ড্যানিস এম্ব্যাসির আর্থিক সহযোহিতায়, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সোশিও-ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্ণি মাইগ্রেন্ট ওয়ার্কশপ অব বাংলাদেশ পেইজ-২ এর উদ্যোগে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রেন্টিগ্রেশন শিশির ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিও সংস্থার ভূমিকা অপরিসীম। সিলেটের গর্ব স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের মাধ্যমে গ্রামীণ মানুষের দারিদ্রতা দূরিকরণে এবং অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বিদেশ ফেরতদের আর্থিক সহায়তা, করোনা মহামারির সময় আটকে পরা অভিবাসিদের অনুদান প্রদানসহ সমাজ সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম প্রবাসী অধ্যষুত বিশ্বনাথ উপজেলার সার্বিক উন্নয়নে প্রশংসার দাবি রাখে।
    এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব বিষ্ণুপদ চৌধুরী, সংরক্ষিত ইউপি সদস্য মোছা. সালমা বেগম, রিতা রাণী বৈদ্য, মতিন মিয়া, গৌস আহমদ, হবিবুল ইসলাম, মিসিরুল ইসলাম, অফিস সহাকারী পংকজ চন্দ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিদেশ ফেরত লিয়াকত আলী, স্থানীয় সংগঠক ফেরদৌস রহমান, বিশ্বনাথ উপজেলার ফিল্ড অর্গানাইজার জুয়েল আহমদ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ