বিস্তারিত
  • বিশ্বনাথে পিএফজি’র ফলো আপ সভা অনুষ্ঠিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 September, 2021, 6:26 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪::-সকল সাম্প্রদায়িক হামলার বিচার ও উদার-অসাম্পদায়িক বাংলাদেশ গড়ার আহবানে সর্বদলীয় সম্প্রীতির লক্ষ্যে আজ রবিবার (৫সেপ্টেম্বর) বিশ্বনাথের উদ্যোগে পৌরশহরের আল-হেরা শপিং সিটিস্থ লার্নিং পয়েন্ট হলরুমে ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।
    সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ বিশ্বনাথের পিস এ্যাম্বাসেডর মোহাম্মদ আসাদুজামান আসাদের সভাপতিত্বে ও সমন্বয়কারী তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি বালাগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর রজত দাশ ভুলন, হাঙ্গার প্রজেক্ট সিলেট আঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হক, দা হাঙ্গার প্রজেক্ট সিলেটের একাউন্ট অফিসার এ কে কুদরত পাশা।
    অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন পিএফজি বিশ্বনাথ উপজেলা পিস এ্যাম্বাসেডর নাসরিন জাহান, আহমেদ নূর উদ্দিন, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য জালাল উদ্দিন, আব্দুল মতিন, জয়নাল আবেদীন, নিজাম উদ্দিন, জয়নাল মিয়া, ফরিদ মিয়া, তরিকুল ইসলাম, হোসাইন আহমদ শাহিন, বেগম স্বপ্না শাহিন, বদরুল ইসলাম মহসিন।
    সভায় বক্তারা বলেছেন, আমরা, শান্তি-সম্প্রীতি ও সহাবস্থানের লক্ষ্যে গঠিত ‘সর্বদলীয় স¤ম্প্রীতি উদ্যোগ’, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষত হিন্দু সম্প্রদায় ও মন্দিরের ওপর হামলা একটি নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বা জাতীয় কোনও ঘটনার রেশ ধরে, যে কোনও রাজনৈতিক অস্থিরতার সুযোগে, এমনকি ব্যক্তিগত দ্বন্ধের জেরেও পুরো একটি সম্প্রদায়ের বিরুদ্ধে এমন ধারাবাহিক অপরাধ বাংলাদেশে ঘটে চলেছে। সম্প্রতি পিরোজপুরের নেছারাবাদ, খুলনার রূপসা, সুনামগঞ্জের শাল্লার হামলাসমূহ সারাদেশে, বছরব্যাপী ধারাবাহিকভাবে ঘটতে থাকা ঘটনারই অংশমাত্র।
    বক্তরা আরো বলেন,আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি বাংলাদেশের প্রকৃত চিত্র হতে পারে না। কিন্তু এটিই যে ঘটে চলেছে তা অস্বীকার করার উপায় নেই। যতদিন না সাম্প্রদায়িক উষ্কানী সৃষ্টি করা ও তাতে সাড়া দেয়ার মতো ঘৃণ্য ঘটনাকে আইনী ও সামাজিকভাবে প্রতিরোধ করা হবে, ততদিন এ ধরণের ঘটনা ঘটতেই থাকবে। আমরা বাংলাদেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, এবং রাজনৈতিক-সামাজিক-ধর্মীয় নেতৃত্বের প্রতি আহবান রাখছি এসব সাম্প্রদায়িক অপশক্তি ও সাম্প্রদায়িক উস্কানীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ