বিস্তারিত
  • বিশ্বনাথে ঈদুল আযহার নামাজ মসজিদে আদায় করার সিদ্ধান্ত


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 July, 2021, 7:53 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪ঃঃ- বিশ্বনাথ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। সভায় বিশ্বনাথে করোনা সংক্রমণ বাড়ার কারণে উপজেলায় এবছরও ঈদুল আযহার নামাজ ঈদগাহে পড়া যাবে না।

    উপজেলার প্রত্যেক মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও উপজেলায় ঘন ঘন লোডশেডিং, কোরবানীর পশুর হাটে ও ব্যাংকগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়সহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

    এ সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে জানান সভার সভাপতি ইউএনও সুমন চন্দ্র দাশ। এসময় থানার ওসি তদন্ত অফিসার গত মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা, থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক নবীন সোহেল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দু বৈদ্য, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমির আলী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. জামাল উদ্দিন।

    সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভুইয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদউদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী জাহান প্রমূখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ