বিস্তারিত
  • প্রচারণায় ব্যস্থ সময় কাটাচ্ছেন দশঘর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 September, 2020, 8:06 PM || বিশ্বনাথ


    তজম্মুল আলী রাজুঃঃ-দীর্ঘ ১৭ বছর ধরে বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছেনা।

    সীমানা নির্ধারণের কারণে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি বলে জানাগেছে।

    এ বিষয়ে আদালতে মামলা হয়। সিমানা নির্ধারণী মামলা শেষ হয়ে মিরপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

    চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুবুল হক শেরিণ। কিন্তু এখন পর্যন্ত দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছেনা।

    এনিয়ে সচেতন মহল দীর্ঘদিন ধরে নির্বাচন দেয়ার জন্য সরকারের কাছে জোরদাবি জানিয়ে আসছেন।

    এরপরও নির্বাচন হচ্ছেনা।

    গত কয়েকদিন ধরে দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন শ্রীঘ্রই হচ্ছে বলে ওই ইউনিয়নের অনেকই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্ভাব্য চেয়ারম‌্যান, মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    তবে কবে হচ্ছে নির্বাচন সেই বিষয়টি জানেননি কেই। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এ পর্যন্ত যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন

    বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজামান, জবেদুর রহমান, কার্যকরী কমিটির সদস্য এম. আব্দুল মানিক, প্রবাসী আওয়ামী লীগ নেতা সমছু মিয়া লয়লুছ, কিনু মিয়া, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা হাজী কামাল হোসেন, যুবলীগ নেতা কামরুজামান সেবুল, এমাদ খান, তাজুল ইসলাম, ইমাম উদ্দিন, তবে এ তালিকা আরো দীর্ঘ হতে পারে।

    সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইউনিয়নে নিয়মিতভাবে সময় দিয়ে যাচ্ছেন এবং নির্বাচনে সবার সহযোগিতা কামনা করছেন।

    এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারোয়ার বিশ্বনাথবিডি২৪ডটকম-কে বলেন, এখনও দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে কোন চিঠি আসেনি। চিঠি আসলে অবশ্য সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ