বিস্তারিত
  • পংকি খানের ঈদ শুভেচ্ছা


    বিশ্বনাথ বিডি ২৪ || 30 July, 2020, 7:04 PM || বিশ্বনাথ


    করোনা ভাইরাস সারাবিশ্বের মানুষের আনন্দ স্তব্ধ করে রেখেছে। চারদিকে শুধু লাশের মিছিল, বাড়ছে করোনা আক্রান্তের সংক্রমণ। এই মুহুর্তে পবিত্র ঈদুল আযহা এসেছে। হাজীরা সীমিত আকারে হজ্ব পালন করছেন। আমি মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করি-করোনা নিপাত যাক, মানবতা বেঁচে থাক। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর চলে যাক মহামারি। এই প্রত্যাশা কামনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংক খান।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এবারের ঈদ পুরোপুরি ভিন্ন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদের জামাত আদায় করে পশু কোরবানী করতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী- সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ শেষে করতে হবে। যারা কুরবানী করবেন, তারা যেন আশপাশের হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে কিছু মাংস পৌঁছে দিবেন এবং ঈদ আনন্দে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। এসব থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। দেশ বিদেশের সবার সু-স্বাস্থ্য কামনা করেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ