বিস্তারিত
  • দেশের কল্যাণে প্রবাসীদের অবদান অতুলনীয় : মোকাব্বির খান এমপি


    বিশ্বনাথ বিডি ২৪ || 13 May, 2020, 11:37 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ :- সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সরকারের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের কল্যাণে প্রবাসীদের অবদান অতুলনীয়। দেশের সকল দূর্যোগের সময় দেশবাসী সরকারের পাশাপাশি প্রবাসীদের কাছে পেয়ে আসছেন। করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তেও এর ব্যতিক্রম নয় নি। নিজেরা লকডাউনে থেকেও দেশপ্রেমের কারণেই নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন প্রবাসীরা। তিনি আরোও বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই, আমাদের সবাইবে শুধু সরকারি নির্দেশনাগুলো মেনে চলে করোনা প্রতিরোধে সচেতন হতে হবে। আর সংকটময় ওই মুর্হুতে নিত্যাপ্রয়োজনীয় পণ্যের দাম কেউ বৃদ্ধি করলে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। তিনি বুধবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ও রামপাশা ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। মনোহর আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও বিশ্বনাথ আল-বুরাক শপিং সিটির ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলী ও পরিবারের উদ্যোগে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশ্বনাথ সদর ইউনিয়নের ২ শতাধিক এবং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সংগঠক মাহতাব উদ্দিনের পরিচালনায় রামপাশা ইউনিয়নের দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল। খাদ্যসামগ্রী বিতরণের পৃথক অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ-আল জাবেদ, সমাজসেবক শহিদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখে কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। এসময় বিশ্বনাথ থানার এসআই সঞ্জয় সঞ্জু, স্থানীয় এমপি মোকাব্বির খানের এপিএস ও মনোহর আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কো-অর্ডিনেটর অসিত রঞ্জন দেব, সহকারী কো-অর্ডিনেটর হেলাল আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলী খায়ের, কামাল মুন্না, আবদুস ছালাম, মোশাহিদ আলী, সংগঠক ফুলকাছ আলী, শাহীন আহমদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ