বিস্তারিত
  • তৌহিদের জন্য শিক্ষক আজম আলীর খোলা চিঠি


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 March, 2020, 7:09 PM || বিশ্বনাথ


    প্রথম অনুরোধ আমার এই পত্রটি সবাই একটি বার পাঠ করুন। ২য় অনুরোধ বেশি বেশি শেয়ার করে মানবিকতার উদাহরণ সৃষ্টি করুন। আস্সালামু-আলাইকুম, সম্মানিত এলাকা ও দেশবাসী, আমি মোহাম্মদ আজম আলী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক । হয়তো অনেকে চিনতে পারবেন, অনেকে চিনতে পারবেন না, আবার আমার নামের সাথে অনেকের পরিচয় থাকতে পারে ।
    তৌহিদ বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের মাঝপাড়ার মো. মক্তার আলীর বড় ছেলে। ৪ ভাই -বোনের মধ্যে সে ২য়। মাত্র ২২ বছরের এক টগবগে তরুন । অত্যান্ত মায়াবী ও নিষ্পাপ তার মুখখানী। সদা হাস্যজ্জল ও সদালাপী প্রকৃতির এই ছেলেটি সংসারের আয় উন্নতির জন্য ভাড়া করা সি.এন.জি চালাতো। পরিবারকে সাবলম্বী করার জন্য কিছু বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা নিয়ে সে লেবানন চলে যায়। কিন্তু তার ভাগ্যের নির্মম পরিহাস, বিদেশে পাড়ি জমাবার মাত্র এক মাসের মধ্যে সে এক ভয়াভহ রোগে আক্রান্ত হয়। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন তার শরীরের বর্নমেরু গুলো নষ্ট হয়ে গেছে। তার একমাত্র চিকিৎসা হচ্ছে বর্নমেরু পরিবর্তন করা। কিন্তু হতভাগ্য তৌহিদ নিঃসম্বল এক মা-বাবার সন্তান । বর্নমেরু পরিবর্তন করতে কমপক্ষে ৪০/৪৫ লক্ষ টাকার প্রয়োজন। বর্তমানের এই ছেলেটার চিকিৎসার বিষয় নিয়ে পুরো লালটেকবাসী একটা দুশ্চিন্তার সাগরে পড়ে গেছে। গ্রামের প্রবাসীরা যতেষ্ট সহযোগীতা করছেন বা আশ্বাস প্রদান করলেও এত টাকা সংগ্রহ করা অত্যন্ত কঠিন একটি কাজ। এই কঠিন কাজকে সাধ্যের মধ্যে আনতে হলে একমাত্র দেশবাসীর মনখোলা সাহায্য একান্ত প্রয়োজন। হায়াত প্রদানের মালিক সৃষ্টিকর্তা। কিন্তু আমাদের বিশ্বাস ও ডাক্তারদের আশ্বাস তার উপযোক্ত চিকিৎসা প্রদান করলে সে সুস্থ হয়ে উঠবে, ইনশাহআল্লাহ। তাই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সম্মানিত বা ¯েœহভাজন প্রবাসীবৃন্দ সহ দেশে বসবাসকারী সম্মানিত বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা ও দোয়া একান্ত প্রয়োজন। আমার ও আমার গ্রামের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে তৌহিদের চিকিৎসার জন্য সর্বপ্রকার সহযোগিতা কামনা করছি। আপনার একটু সহানুভুতিতে বেঁচে যেতে পারে একটি মহা মূল্যবান প্রাণ বিশেষ করে দেশে কিংবা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ, যারা আমার আদর্শে লালিত প্রিয় ছাত্র-ছাত্রী, তোমাদের নিকট আজ আমার আবেদন, একটি প্রাণ বাঁচানোর জন্য আমার দিকে চেয়ে তোমরা সবাই তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও । আমিতো তোমাদেরকে শিখিয়েছি, “যদি তুমি অমর হতে চাও-তবে মানুষের কল্যাণে কাজ করে যাও।” তোমরা যদি তৌহিদের চিকিৎসার জন্য সাহায্য করো, আমি মনে করবো তোমরা আমার কোন মহাবিপদে সাহায্য করছো। আর আমি তোমাদের জন্য প্রান খোলে দোয়া করব। যারা সাহায্য করবেন কষ্ট করে যথা সম্ভব তাড়াতাড়ি করার জন্য অনুরোধ রইল। কারণ ডাক্তারের পরমর্শ হলো তার মূল চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা যাবে ততই সে নিরাপদ হবে।
    আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন । আর চলামান বিশ্ব বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে নিরাপদ রাখুন। আমিন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ