বিস্তারিত
  • ডাক্তার নিজাম উদ্দিন সুমনের সচেতনতা মূলক স্ট‌্যাটাস


    বিশ্বনাথ বিডি ২৪ || 18 March, 2020, 7:17 PM || বিশ্বনাথ


    বিশিষ্ঠ চিকিৎসক, বিশ্বনাথের কৃতি সন্তান, নিজাম উদ্দিন সুমনের সচেতনতা মূলক স্ট‌্যাটাস বিশ্বনাথ বিডি ২৪ ডটকম পোটর্ালে ‘পাঠকদের জন‌্য’ তুলে ধরা হল।

     

    সবাই একটু লক্ষ্য করুন প্লিজ,
    বিষয়টা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ,
    বিশেষ করে সিলেট বিভাগের মানুষের জন্য:

    আমি ইতিমধ্যেই অনেক ফোন পেয়েছি, তাই নিজ দ্বায়িত্ববোধ থেকেই সবার সাথে বিষয়টা শেয়ার করছি যেন সবাই উপকৃত হোন।

    প্রথমতো, বাংলাদেশের প্রচুর মানুষ দেশের বাহিরে অবস্থান করেন, সেই হিসাবে চিন্তা করলে সিলেটে এর সংখ্যা অন্য জায়গার তুলনায় অনেক অনেক বেশি।

    তাই বর্তমান এই বিশ্ব মহামারিতে বাংলাদেশের অন্য জায়গার তুলনায় সিলেটিরাই অনেক অনেক বেশি ঝুঁকিতে আছেন, যেহেতু সবাই পাগলের মতো দেশে ছুটে আসছেন তাও ঝুঁকিপূর্ণ সব দেশ থেকে, যা এই মুহুর্তে কোন ভাবেই ঠিক হচ্ছে না।

    তাই একজন চিকিৎসক + সিলেটের একজন মানুষ হিসাবে, সবার কাছে আকুল আবেদন, প্লিজ আপনাদের সবার আত্মীয়স্বজনকে এখন দেশে না আসতে বলেন। এতে মংগল আপনারই হবে। কারন, হয়তো এই মুহুর্তে ওনার শরীরে করোনার কোন লক্ষণ বুঝা যাবে না, কিন্তু ১৪/১৫ দিনের মধ্যে যেকোন সময় সেটা ঘটে যেতে পারে এবং বর্তমানে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার।

    এত বুঝানোর পরেও যদি কেউ আসেন বা আসতে চান, তবে প্লিজ দেশে এসে কমপক্ষে ১৪ দিন নিজ ঘরে কোয়ারেন্টাইনে (ঘরের বাহিরে কোন অবস্থাতেই যাওয়া যাবে না + সর্বদা অবশ্যই সর্বচ্চো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে+ পরিবারের অন্যান্য সদস্য থেকে নিরাপাদ দূরত্বে অর্থাৎ কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে + কাশি, জ্বর, শ্বাস কষ্ট এসব লক্ষণ দেখা মাত্রই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে বা জরুরী নম্বরে যোগাযোগ করতে হবে, যা এয়ারপোর্ট বা অন্যান্য মাধ্যমে দেওয়া আছে) থাকবেন।

    প্লিজ একটু সতর্ক হোন, দেশে আসেন ভাল কথা কিন্তু আপনার কোন অধিকার নেই অন্য কারো ক্ষতি করার, এখন সে হতে পারে আপনার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে বা আশে পাশের অন্য কেউ।
    আপনি নিজে মরবেন সাথে আরও দশজনকে নিয়ে মরবেন, এটাতো হয় না!!!

    আল্লাহর কাছে সবাই মাফ চাই এবং দোয়াকরি এই অবস্থা থেকে যেন আমাদের সবাইকে হেফাযত করেন।

    ডাঃ মো. নিজাম উদ্দিন সুমন
    জুনিয়র কন্সালটেন্ট, এনেস্থেসিয়া।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ