বিস্তারিত
  • সরকারি নির্দেশনা অমান্য করে ইউপি চেয়ারম্যান মনোনিত ব্যাংকে টাকা জমার অভিযোগ


    বিশ্বনাথ বিডি ২৪ || 14 November, 2019, 12:42 AM || আলংকারী, বিশ্বনাথ


    সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে চেয়ারম্যান ও সচিবের মনোনিত ব্যাংকে ভিজিডি ভাতাভোগীদের সঞ্চয়ের টাকা জমা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের তিনজন সদস্য।
    লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিয়নের ভিজিডি ভাতাভোগীদের সঞ্চয়ের টাকা জমা প্রদানের জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অধীনে স্থাপিত এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতাসহ সকল ভাতা গ্রহনের লক্ষ্যে ভাতাভোগীদের হিসাব খোলা ও এমআইএস ডাটা এন্ট্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্ত সরকারি এই নির্দেশনা অমান্য করে অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল ও পরিষদের সচিব মনির উদ্দিন নিজ স্বার্থ হাছিলের উদ্দেশ্যে এমআইএস ডাটা এন্ট্রি না করেই তাদের মনোনিত ব্যাংকে ভাতাভোগীদের একাউন্ট খোলে টাকা জমা প্রদান করছেন। এতে গবির সাধারণ জনগণের জমাকৃত টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগে আবেদন জানান ইউপি সদস্যরা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ