বিস্তারিত
  • বিশ্বনাথে বিষ্ণুপুরে অন্তর্ধান মহোৎসব :হিন্দু মুসলিমের মিলনমেলা


    তজম্মুল আলী রাজু :: || 31 January, 2018, 7:32 PM || দশঘর, বিশ্বনাথ


    বিশ্বনাথে বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুল তলায় দেশ ও বিদেশের মানুষের সমাগমে মুখরতি হয়ে উঠেছে গোটা এলাকা। সনাতন ধর্মালম্বীদের উপস্থিতিতে বকুলতলায় তিলধারনের ঠাই নেই। মঙ্গলবার থেকে উৎসব শুরু হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও অন্তর্ধান মহোৎসব জমজমাট। কাল বৃহস্পতিবার দুপুরে ধদিরভান্ড ভঞ্জনের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি হবে।
    মহোৎসবকে ঘিরে হিন্দু মুসলিমদের মিলনমেলায় পরিনত হয়েছে দশঘর ইউনিয়নের বকুল তলার বিষ্ণপুর গ্রাম। জানাগেছে, চৌষট্রি মোহান্তের অন্যতম শ্রীল নারায়ণ বাচস্পতির পুত্র শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় পাঁচশত উৎসব পূর্বে গৌরভূমি শ্রীহট্রে এসে বিশ্বনাথ উপজেলার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে শ্রীপাট স্থাপন করত: শ্রী ভূমির তাপিত মানুষকে শ্রীচৈতন্যের নাম ও প্রেমের পথে সঞ্জীবিত করিয়া মাঘী-পূর্ণিমা তিথিতে সিদ্ধ বকুলবৃক্ষে লীন হইয়াছেন।
    শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের কৃপায় ও ভক্তজনের সহযোগিতায় শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের আখড়া বাড়িতে নতুন কল্পে শ্রী মন্দির, ভোগমন্দির, ভক্ত নিবাস এবং নাটমন্দির নির্মাণ হইয়াছে। পানিয় জলের একমাত্র পুস্করিনী পুন:স্কার করা হইয়াছে এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ চলিতেছে। নিত্যসেবা এবং অন্যান্য উৎসব উদ্্যাপনসহ প্রতি বৎসব মাগী-পূর্ণিমায় সিদ্ধ বকুলতলায় সমবেত হইয়া তাঁহার অন্তর্ধান মহোৎসব উদ্্যাপন করা হয়।
    মহোৎসব পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। এসময় তার সাথে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমরবাবু, নির্বাহী অফিসারকে স্বাগত জানান বৈষ্ণবরায় ধাম পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহ্লাদ দেব, সাধারণ সম্পাদক মানিক লাল দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুজা উদ্্যাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, বাপ্পি ধর, শংকর দাস শংকু, জয়ন্ত দাস , ব্যবসায়ী পিকেদে পিংকু, পূজা উদযাপন কমিটির সাংগঠিনক সম্পাদক ডাক্তার বিভাংশু গুণ বিভু, প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ