বিস্তারিত
  • অলংকারী ইউনিয়নে খানা তথ্যভান্ডার শুমারি এর ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু


    বিশ্বনাথ বিডি ২৪ || 22 September, 2018, 3:08 PM || আলংকারী


    বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের অাওতায় খানা তথ্যভান্ডার শুমারির লক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদ হলরুমে শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রশিক্ষনে জোনাল অফিসার মো তোফাজ্জল হোসেন প্রশিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

    ২৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের জেলাসমূহের সকল খানার অার্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহের লক্ষে শুরু হবে খানা শুমারি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ