বিস্তারিত
  • বিশ্ব ইজতেমায় বৃহৎ জুমা অনুষ্ঠিত


    স্টাফ রিপোর্টার || 19 January, 2018, 7:06 PM || জাতীয়


    বাংলাদেশের মাওলানা ফারুক হোসেনের বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে শুক্রবার বাদ ফজর থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় তথা শেষ পর্ব। দুপুরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার জামাত। এতে লাখ লাখ দেশি-বিদেশি মুসল্লি অংশ নেন।

    দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয় জুমার নামাজের জামাত। নামাজের ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের।

    ঢাকার একাংশসহ দেশের ১৩ জেলার র্ধমপ্রাণ মুসল্লিরা ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। পাশাপাশি অংশ নিচ্ছেন বিদেশি মুসল্লিরাও। তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি ঢাকা, টঙ্গী, গাজীপুরসহ আশপাশ জেলার মুসল্লিরা জুমার নামাজে শরিক হতে ভোর থেকে সড়ক, রেল ও নৌপথে এমনকি হেঁটে ময়দানে এসেছেন। অনেকে আবার বৃহস্পতিবার রাতেই ময়দানে এসেছেন। অনেক মুসল্লি ইজতেমা ময়দানে গিয়ে তাবলিগ জামাতের সাথীদের সঙ্গে খিত্তায় অবস্থান নেন। অনেকে পলিথিন, খবরের কাগজ, হোগলা পাতার পাটি বা জায়নামাজ বিছিয়ে কামারপাড়া সড়ক, বাটা সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে জুমার নামাজে শরিক হন।

    আগামী ২১ জানুয়ারি রোববার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

    এর আগে একই ময়দানে গত ১২ জানুয়ারি শুরু হয়েছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুল্লিরা অংশ নেন। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ