বিস্তারিত
  • বিশ্বনাথ শহরে পানের দোকানী, যানবাহন ও প্রকাশে ধুমপান করায় জরিমানা


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 September, 2018, 6:22 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ :: বিশ্বনাথ উপজেলা শহরে আজ (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান অবৈধ নিষিদ্ধ ও (অনুমোদনহীন) বিদেশী সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ২ ব্যবসায়ীর কাছ থেকে ১হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এ সময় রাস্তায় চালকের লাইসেন্স না থাকায় ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি বিভিন্ন ধরনের গাড়ীর ড্রাইবারের কাছ থেকে ৮হাজার ২শত টাকা ও রাস্তায় অবাদে ধুমপান করায় একজনের কাছ থেকে ১শত টাকা জরিমান করা হয়। উপজেলা শহরের পুরানবাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা অমিতাব পরাগ তালুকদার, সাথে ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) ফাতেমা তুজ জোহরা।

    এ বিষয়ে নিবার্হী ম্যাজেস্ট্রেট অমিতাব পরাগ তালুকদার বলেন-সরকারের রাজস্ব ফাকি দিয়ে অবৈধ বিদেশী সিগারেট দুকানে রাখা এবং অবৈধ সিগারেট জব্দসহ ২০০৯ সালের ভুক্তা আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং কিছু চালকের লাইসেন্স না থাকায় ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ