বিস্তারিত
  • বিশ্বনাথে ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাসানোর চেষ্টা, থানায় জিডি


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 May, 2018, 9:57 PM || বিশ্বনাথ


    সিলেটের বিশ্বনাথে একটি কুচক্রিমহল এক সজ্জন ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাসানোর চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দশঘর ইউনিয়নের নেহালের নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র ও স্থানীয় মাছুখালিবাজারের মুদি দোকানি আবদুল করিম এমন অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী (নং ১৩৪২) করেন তিনি। ডায়েরীতে আবদুল করিম উল্লেখ করেন, একজন সচেতন নাগরিক হিসেবে এলাকায় যেকোনো ধরণের অপকর্মের প্রতিবাদ করে আসার ধারাবাহিকতায় নেহালের নোয়াগাঁও গ্রামে সরকারি গাছ কাটার প্রতিবাদ করেন তিনি। এছাড়াও, এলাকার কিছু লোকের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। যে কারণে একটি কুচক্রিমহল তার ক্ষতিসাধণের চেষ্টা করে আসছে হেতু তিনি তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছেন।

    আবদুল করিম সাংবাদিকদের বলেন, দেশে চলমান মাদকবিরোধী অভিযানকে কাজে লাগিয়ে বৃহষ্পতিবার দিবাগত গভীর রাতে কুচক্রিমহল থানা পুলিশকে ভুল তথ্য দিয়ে আমার বাড়িতে পাঠায়। আমাকে মাদক দিয়ে ফাসানোর চেষ্টা করে। ভাগ্যক্রমে, আমি সেসময় বাড়িতে ছিলাম না। পরে, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ও স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতায় কুচক্রিমহলের ষড়যন্ত্র থেকে রক্ষা পাই। তিনি আশংকা করছেন, এই মহল তাকে, তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে ভবিষ্যতেও নানা ষড়যন্ত্র করবে।

    এব্যাপারে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, পুলিশকে ভুল তথ্য দিয়ে যে বা যারা এমনটি করেছে, তাদের আদ্যপান্ত বের করা হবে। এছাড়া, জিডির প্রেক্ষিতে যথাযথ আইনী পদক্ষেপ নেবে পুলিশ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ