বিস্তারিত
  • সিলেট-২ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী এনামুল হক মামুন


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 March, 2018, 6:43 PM || বিশ্বনাথ, সিলেট


    তজম্মুল আলী রাজু/ সুরমান আলী সুমন :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের রাজনীতিতে এক নতুন রাজার পদধ্বনি লক্ষ্য করা যাচ্ছে। প্রবাসী অধ্যুষিত এই আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হচ্ছেন দলের সিলেট জেলার যুগ্ম-সম্পাদক আ.ক.ম এনামুল হক মামুন। ইসলামী ঐক্যজোটের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দলের পক্ষথেকে সিলেট-২ আসনের একক প্রার্থী হিসেবে ইতোমধ্যে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই তিনি নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি মাঠে-ঘাটে, গ্রামে-গঞ্জে চষে বেড়িয়ে জনমত তৈরিতে ব্যস্থ সময় পার করছেন। তিনি নিরবে কৌশলগতভাবে প্রচারণা চালালেও নিয়মিত যোগ দিচ্ছেন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানে। মতবিনিময় করে চলছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে।
    সূত্র জানায়, দীর্ঘদিন থেকে রাজনীতি ও সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ভূমিকা পালন করে আসা এনামুল হক মামুনের প্রার্থীতার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তারা নিজেদের প্রার্থীর ব্যাপারে ইতিবাচক মনোভাব নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন। দিনরাতের ব্যাকরণ ভেঙ্গে ভোটারদের কাছে বারবার ধর্ণা দিচ্ছেন। অনেকটা কৌশলগতভাবে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু স্থাপনের মাধ্যমে নির্বাচনে ভালো ফলাফলের আশাবাদী হয়ে উঠেছেন।
    খোঁজ নিয়ে জানাযায়, এনামুল হক মামুন একজন মাদ্রাসা পড়–য়া আলেম ছাড়াও শক্তিমান লেখক, সাংস্কৃতিক, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। রাজনৈতিক পরিচয়ের বাইরে তাঁর রয়েছে আলাদা আবেদন। এলাকার উন্নয়নে, সংকট দূরিকরণে এবং দুর্যোগ মোকাবেলায় তাঁর অবদানের কথাও স্থানীয় জনপদে স্বীকৃত। তিনি আপাদমস্তক রাজনৈতিক ও গণমাধ্যমকর্মী হলেও সমাজের প্রতি ভালোবাসা অনেক আগেই তাকে এলাকামূখি করে রেখেছে। এলাকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা, উল্লেখযোগ্য অবদান, নিজের বহুমূখি পরিচয় এবং পারিবারিক ইমেজ ভোটের হিসাব-নিকাশে প্রভাব ফেলবে বলে মনে করছেন অভিজ্ঞমহল।
    সরেজমিনে দেখা গেছে, সিলেট-২ আসনে ইসলামী ঐক্যজোটের মাদরাসাকেন্দ্রীক বিশাল ভোটব্যাংক রয়েছে। আর এনামুল হক মামুন এই আসনের একমাত্র আলেম প্রার্থী হওয়ায় এলাকার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের কাছে দিনে দিনে তাঁর কদর বেড়ে চলেছে। তাছাড়া স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, আল-ইসলাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও প্রভাবশালী নেতা আত্মীয়তার সুবাদে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁর পক্ষে কাজ করছেন বলেও জানা গেছে। এতে করে ভোটের লড়াইয়ে তাঁর পাল্লা ভারী হবার সম্ভাবনা দেখছেন ভোটাররা।

    এব্যাপারে জানতে চাইলে ইসলামী ঐক্যজোট সিলেট জেলার সভাপতি ও বিভাগীয় সমন্বয়কারী মাওলানা আছলাম রহমানী বলেন, ইসলামী ঐক্যজোট বর্তমানে কোন জোটে নেই। নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট হলেও সিলেট-২ আসনে ছাড় দেয়া হবেনা, এনামুল হক মামুনকেই প্রার্থী করা হবে। সময় এবং এলাকার চাহিদা বিবেচনা করে ইতোপূর্বে তাঁকে প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশাবাদি ভোটাররা প্রতিভাবান এই তরুণকে মূল্যায়ন করবেন।
    এনামুল হক মামুন বলেন, আমি দীর্ঘদিন থেকে পথ ও মতের উর্দ্ধে থেকে আদর্শ মানুষ গঠনে শিক্ষার প্রচার-প্রসার, মূল্যবোধ তৈরীতে সামাজিক তৎপরতা, অধিকার আদায়ে রাজনৈতিক আন্দোলন এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় রয়েছি। দীর্ঘ এ পথচলায় জনগণের আস্থা ও ভালোবাসা আমাকে বৃহৎ পরিসরে জনকল্যাণে ভূমিকা রাখতে আশাবাদী করে তুলেছে। তিনি বলেন, দলের পক্ষথেকে গ্রীন সিগনাল পেয়েছি। চুড়ান্ত সিদ্ধন্ত পেলে জনগণের দরোজার কড়া নাড়তে আমি প্রস্তুত রয়েছি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ