বিস্তারিত
  • সিলেটে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সফলভাবে সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 March, 2018, 10:14 PM || সিলেট


    জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশ অর্জনের অঙ্গীকারকে সামনে রেখে সিলেটে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ ৭মার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে।

    জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের জানালা, পৃথিবী এখন হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। একটা মোবাইলের মাধ্যমে আমরা এখন ঘরে বসে সবকিছু করতে পারছি। এর মধ্যেই বই, গান, সিনেমা, বক্তৃতা, টাকার লেনদেন সবই হচ্ছে মোবাইলে। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রোল মডেল।

     

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব), প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগীতা সেল (এসআরসিসি) সুব্রত রায় মৈত্র এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মহম্মদ শাহে দুল ইসলাম। অন্যান্যের মধ্যে ছিলেন, সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ, ইসলামি ফাউন্ডেশন পরিচালক মো. ফরিদ উদ্দিন সহ সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ৫মার্চ সোমবার মেলার প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল সেন্টার: নতুন সোপান (একসেবা) ও আমাদের করনীয় শীর্ষক সেমিনার এবং বিকালে জেলা প্রশাসনের ডিজিটালাইজেশন বিষয়ক ডকুমেন্টারি শো। দ্বিতীয় দিনে মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর গল্প বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ও Solve a Thon শীর্ষক প্রতিযোগী, সিলেট জেলার পর্যটন সম্ভাবনা বিষয়ক প্রেজেন্টেশন শো। সমাপনী দিনে অথিতিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ বছর মেলায় ৬টি প্যাভিলিয়নে বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে সাধারণ মানুষদের অভিহিত করার জন্য মোট ৫৫টি স্টল স্থাপন করা হয়।
    http://www.bishwanathbd24.com/sylhet/2393/



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ