বিস্তারিত
  • ওসমানীনগরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 13 February, 2018, 7:53 PM || সিলেট


    ওসমানীনগরে দুই দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন আবিস্কার প্রদর্শনীর মধ্য দিয়ে সপ্তাহের প্রথম দিন অতিবাহিত হয়।
    ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমানের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী , শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সিলেট-ঢাকা মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সামনে এসে উদ্বোধনী সভায় মিলিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো: আতাউর রহমান, ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড আফরুজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, উপজেলা স্কাউট কমিশনার নজরুল ইসলাম, নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তার, শিক্ষার্থী আফরিন আহমদ তমা। উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব আহমদ,গোয়ালা বাজার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, হযরত শাহ্ জালাল (র:) ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও. আমিরুল ইসলাম,সাংবাদিক মো: মুহিব হাসান,ওসমানীনগর থানার তদন্ত ওসি মাইন উদ্দিন,নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেন বেগম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।
    উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এবারের ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ তে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে ১৪টি স্টল অংশ গ্রহন করেছে



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ