বিস্তারিত
  • বাতিলের মোকাবেলায় যোগ্য ও সাহসী নেতৃত্বের বিকল্প নেই : অধ্যক্ষ মনোওর আলী


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 February, 2018, 7:36 PM || সিলেট


    বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, অযোগ্য ও আদর্শহীন নেতৃত্বের নির্মমতার শিকার হচ্ছে দেশ ও ইসলাম প্রিয় ছাত্র জনতা। কিন্তু তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যাবেনা। বাতিলের মোকাবেলায় নিজেদের যোগ্য ও সাহসী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আর বলেন, দক্ষিণ সুরমা থানা তালামীয অনেক দূর এগিয়ে যাচ্ছে। যার বাস্তব প্রামাণ দক্ষিণ সুরমা কার্যালয়। গত বুধবার ৭ ফেব্রুয়ারি দুপুরে নগরীর বাবনা পয়েন্টসস্থ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    দক্ষিণ সুরমা থানার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু ও রেদ্বওয়ান রাজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ১ নং মোল্লারগাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মকন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আল ইসলাহ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খাঁন, জেলা আল-ইসলাহ সদস্য হাফিজ রওশন আহমদ, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম খালেদ আহমদ,দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সংগঠনের ঢাকা খিলগাঁও থানার সভাপতি ইব্রাহিম আলী খোকন, মোগলা বাজার থানা সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, শামিম রেষ্টুরেন্টের পরিচালক হাজী আব্দুস সওার, তেতলী আল ইসলাহ’র সভাপতি আব্দুল মছব্বির, কামালবাজার আল-ইসলাহ সহ-সভাপতি কাজি ছালিক খাঁন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ সুরমা থানার সহ-সভাপতি শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুতলিব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরউদ্দিন, লালাবাজার আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আকমল হোসাইন, কামালবাজার আঞ্চলিক শাখার সভাপতি শামছুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সায়েম আহমদ ইমন, সাংগঠনিক সম্পাদক মারজান আহমদ, মোল্লারগাঁও পশ্চিম আঞ্চলিক শাখার সহ-সভাপতি সাব্বির আহমদ, বলদী ও সুরীরগাও আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম, সিরাজুল ইসলাম, সাঈদ আহমদ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ