বিস্তারিত
  • ওসমানীনগরে খালেদা জিয়া


    ওসমানীনগর প্রতিনিধি || 05 February, 2018, 8:51 PM || সিলেট


    বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র:) এর মাজার জিয়ারত উপলক্ষ্যে সিলেট সফর করেন। সফরকালে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর কদমতলা এলাকায় বিকেলে তিনটার দিকে বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত ও অভিবাদন জানান। এর আগে বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মো: গোলাম রব্বানী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে মিছিল সহকারে মহাসড়কে জড়ো হন।

    এসময় খালেদা জিয়ার সফরকে স্বাগত জানিয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মো: গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী নূর মিয়া, মকবুল মিয়া, রশিদ মিয়া, আব্দুল বারী, কুতুব উদ্দিন লেদু, সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, একে আজাদ পনির, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জামাল আহমদ খলকু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা আব্দুল বাছিত, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন, যুবদল নেতা সেলিম খান, দেলোয়ার সিকদার, ফয়সল মাহমুদ, মকবুল মিয়া, জুনাইদ আহমদ, রাজু মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি আজমুল হোসেন, সহ-সভাপতি মুনসুর আহমদ, জুবায়ের আহমদ, শাহজান মিয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ ইকবাল হাসান, মুমিনুল হক, জাহাঙ্গীর আলম, কবির আহমদ, এসএম বদরুল ইসলাম জাকির, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু কক্কর জাকারিয়া, আলী জাবেদ প্রমুখ। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর তাজপুর এলাকা অতিক্রম করার সময় নেতাকর্মীরা মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে খালেদা জিয়া, তারেক রহমান ও এম ইলিয়াস আলীর নামে স্লোগান দেন। এসময় মুর্হুমুহু শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এছাড়া দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও খালেদা জিয়াকে এক নজর দেখতে রাস্তার পাশে এসে দাঁড়ান।


    যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মো: গোলাম রব্বানী বলেন, দলের চেয়ারপার্সনকে অভিবাদন জানানোর জন্য আমরা বিএনপি অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিলে পুলিশী বাঁধার মুখে পড়ি। এসময় পুলিশের সাথে জোর জবরদস্তি করে আমরা দলের চেয়ারপার্সনকে অভিবাদন জানাই।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ