বিস্তারিত
  • বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 January, 2020, 9:34 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:-বিশ্বনাথে ফুটবল, ক্রিকেটসহ সব ধরণের খেলাকে এগিয়ে নিতে তরুণ সমাজকে কাজ করতে হবে। গ্রামাঞ্চলে অনেক তরুণ রয়েছে খেলার আয়োজন না করায় তারা বেরিয়ে আসতে পারছেননা। এক্ষেত্রে নজরধারী করে তাদেরকে খেলায় মননিবেশ করতে হবে। বেশী বেশী করে টুর্নামেন্টের আয়োজন করলে খেলোয়াড় সৃষ্টি হবে। আজ বৃহস্পতিবার (২রা জানুয়ারী) লার্ণিং পয়েন্ট হলরুমে বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশন আয়োজিত ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
    ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দিলসাদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লার্ণিং পয়েন্ট প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক মো. মঈন উদ্দিন। ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ বিডি ২৪ ডটকম সম্পাদক তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য পাবেল সামাদ, সাংবাদিক মোসাঈদ আলী ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থার সভাপতি কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ফুটবলার মুক্তাদির হোসাইন, ক্রীড়া সংগঠক শাহ টিপু, বাপ্পী আহমদ, দিলোয়ার হোসেন, ইকবাল হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি তারেক আহমদ, সুয়েব আক্তার, সাধারণ সম্পাদক সুমন আহমদ, সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, জামাল আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ মাহি, মাছুম আহমদ, অর্থ সম্পাদক হিমেল আহমদ, প্রচার সম্পাদক মনোয়ার তালুকদার প্রমুখ।
    আলোচনা সভা শেষে বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের ৪র্থ বর্ষ উদযাপনের কেককাটেন অতিথিবৃন্দ ও বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফুটবল একাডেমির হোম জার্সি উম্মোচন করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ