বিস্তারিত
  • দুই ওলীর মাজার জিয়ারতে আজ সিলেটে ‍আসছেন খালেদা জিয়া


    স্টাফ রিপোর্টার || 05 February, 2018, 2:40 AM || রাজনীতি


    সফর ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অভিযান

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে আজ সোমবার সিলেট আসছেন। তার এই সফর ঘিরে চাঙা সিলেট বিএনপির নেতাকর্মীরা। এবারের সিলেট সফর বেগম জিয়া জনসভায় বক্তব্য না দিলেও রাস্তায় রাস্তায় জনতার ব্যাপক সমাগম হবে।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিলেট সফর করে গেছেন।

    বিএনপির অভিযোগ রাজনৈতিক না হলেও খালেদার সফরের কথা জানাতে বিএনপিকে মাইকিং করতে দেয়নি পুলিশ। তাই তারা লিপলেট বিতরণ করেছেন।

    খালেদা জিয়া সকাল সাড়ে নয়টায় সড়কপথে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন। বিকেল তিনটার দিকে সিলেট পৌঁছার কথা রয়েছে তার।

    খালেদা জিয়ার সিলেট সফরসূচির মধ্যে রয়েছে বিকেল চারটায় হজরত শাহজালাল (রহ.) ও সাড়ে চারটায় হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত। সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে পরদিন মঙ্গলবার সকালে সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন বিএনপির চেয়ারপারসন। তার এই সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই!

    তবে ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২ ফেব্রুয়ারি এরশাদ সিলেট সফরকালে জানান, দুই আউলিয়ার মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারা আগামী নির্বাচনের প্রচারণা শুরু করলেন। সংবিধান অনযায়ী এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে সংসদ নির্বাচন হতে পারে।

    খালেদা জিয়ার এই সফরে রাজনৈতিক কর্মসূচি না থাকলেও নির্বাচনী বছরের শুরুতে দলের চেয়ারপারসনের সিলেট সফরে নতুন করে চাঙা হচ্ছেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার সিলেট সফরকে ঘিরে চলছে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার অভিযান। এখন অপেক্ষা খালেদা জিয়া কি বার্তা দেবেন সিলেটে?

    এদিকে খালেদার সিলেট থেকে ফেরার এক দিন পর বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য রয়েছে। এই মামলায় খালেদা জিয়া অন্যতম আসামি। রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে মামলাটির সাক্ষ্যসহ যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন রায়ের অপেক্ষা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ