বিস্তারিত
  • পূর্ণভূমি থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে বৃহস্পতিবার সিলেটে আসছেন এরশাদ


    স্টাফ রিপোর্টার || 31 January, 2018, 7:53 PM || জাতীয়, রাজনীতি


    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আগামীকাল বৃহস্পতিবার সিলেট সফরে আসছেন। তিনি হযরত শাহজালাল(র.) ও শাহপরান(র.) মাজার জিয়ারত এর মাধ্যমে তার  নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

    এরশাদের সফরসঙ্গী হিসাবে সিলেট আসছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার কো চেয়ারম্যান এইচ এম এরশাদ, দলের অপর কো- চেয়ারম্যান জিএম কাদের, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি ও কাজী ফিরোজ রশীদ এমপি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ দলীয় নেতৃবৃন্দ। জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশরাকুল হোসেন শামীম দলের চেয়ারম্যানের সিলেট সফরসূচি নিশ্চিত করেছেন।

    বেলা ১টায় হেলিকপ্টারযোগে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পর তিনি একই স্থানে জেলা জাপা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হবেন।  এবং বিকাল ৪টায় দলের চেয়ারম্যান হেলিকপ্টারযোগে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ