বিস্তারিত
  • স্বপ্ন পুরণ : রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়


    বিশ্বনাথ বিডি ২৪ || 21 July, 2018, 6:32 PM || বিশ্বনাথ, শিক্ষাঙ্গন


    সরকারি ঘোষণার পর বিশ্বনাথ উপজেলার শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’র নতুন সাইন বোর্ড উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য-সদস্যা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীদের সাথে নিয়ে নতুন সাইন বোর্ড উত্তোলন করেন। এরপর সবাইকে মিষ্টিমুখ করান বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মুহাম্মদ মুনতাসির আলী।

    সাইন বোর্ড উত্তোলন উপলক্ষে প্রধান শিক্ষকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছয়ফুল হক চেয়ারম্যান, আলহাজ্ব সিরাজ উদ্দিন, আবুল কালাম কছির, সাহাব উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, শিক্ষক মাওলানা মোহসিন, নজমুল ইসলাম, হাসানুজ্জামান চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ আলী শিপন।

    সভায় বিদ্যালয়ের ছাত্রীদের নামাজ পড়ার জন্য নামাজখানা স্থাপন করার প্রতিশ্রুতি প্রদান করেছেন আল-হেরা শপিং সিটির এমডি ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব সিরাজ উদ্দিন। সভায় কমিটির নেতৃবৃন্দ বিদ্যালয় সরকারীকরণে আলহাজ্ব সিরাজ উদ্দিনের ৬ শতক ভূমি প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ