বিস্তারিত
  • ‘২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 February, 2025, 9:12 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: ফ্লাড লাইটের আলোয় সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দিপনায় সম্পন্ন হয়েছে ‘বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে আয়োজিত ‘২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট’। ফাইনাল খেলায় বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা ক্রিকেট দল ৪র রানের ব্যবধানে চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্রিকেট দলকে হারিয়ে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের সুমন আহমদ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার নির্বাচিত হয়েছেন টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা ক্রিকেট দলের সুমন আহমদ এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন একই দলের হাবিবুর রহমান। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নূর হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও ২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান শিপন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ