বিস্তারিত
  • বিশ্বনাথ বাজার ইজারা স্থগিত কেন রাখা হবেনা : হাইকোর্ট


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 May, 2019, 11:18 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথ বাজার ইজারা কেন স্থগিত রাখা হবে না জানতে চেয়ে সংশ্লিষ্ঠ কৃর্তপক্ষকে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছে। বাজারের ইজারাদার হরিকলস গ্রামের মৃত: হাসিম উল্লাহর ছেলে তালেব আলীর রিট পিটিশনে হাইকোর্ট এ রুল জারি করে। চলতি মাসের ১৭ মে পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করেন মহামান্য হাইকোর্ট। রিটপিটিশনকারীর পুণ:রায় আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আগামীকাল শুক্রবার ১৭ মে থেকে পরবর্তী ৬মাসের জন্য বিশ্বনাথ বাজার ইজারাস্থগিতাদেশ বর্ধিত করেন। সংশ্লিষ্ঠ কৃর্তপক্ষকে রিটের জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন মহামান্য হাইকোর্ট।
    উল্লেখ্য, ১৪২৫ বাংলা পর্যন্ত বিশ্বনাথ বাজার ইজারা নেন তালেব আলী। রিটপিটিশনে তিনি উল্লেখ করেন বাজারটি ইজারা নেয়ারপর থেকে কিছু সংখ্যক উৎশৃঙ্খল ব্যবসায়ী সঠিক নিয়মে ইজারা প্রদান না করায় তিনি চলতি বছরে আর্থিক ক্ষতির সম্মুখিত হন, যা পিটিশনের মাধ্যমে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কে বিষয়টি অবগত করেন এবং ১৪২৬ বাংলা পর্যন্ত বিশ্বনাথ বাজারটি পূণ:রায় বিগত দিনের মূল্যে ইজারা প্রদান করার জন্য আবেদনে উল্লেখ করেন তালেব আলী। তালেব আলীর পিটিশন জেলা প্রশাসক না মঞ্জুর করলে তিনি মহামান্য হাইকোর্টে রিটপিটিশনটি দাখিল করেন এবং মহামান্য হাইকোর্ট আমলে নিয়ে রুশ জারি করেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ