বিস্তারিত
  • আমরা তাকেই ভোট দেবো: যে আমাদের দাবী পূরণের প্রতিশ্রুতি দিবেন


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 December, 2018, 6:27 PM || মুক্তমত


     মো. ফজল খান : আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে আমরা সাধারণ জনগণ বাড়ি গাড়ির দাবী করবো না। আমাদের দাবী খুব সামান্য, সেটা হলো- এলাকার উন্নয়ন!

    আমরাও টাকা দিয়ে ভোট বেচা কেনা করবো না। যোগ্য প্রার্থী দেখে তাকে ভোট দিবো। এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য দল ও যোগ্য প্রার্থী কে ভোট দিবো।

    আমরা সাধারণ জনগণ মনে রাখতে হবে- সামান্য কিছু টাকার লোভে যেন আমাদের মহা মূল্যবান ভোট জলে ভেসে না দেই। এই লোভের কারণে আমাদের এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত না হই।

    আমার ভোট আমি দেবো, যাকে খুশী তাকে দেবো। কারো মিথ্যা প্রতিশ্রুতি তে নিজেকে বিলিয়ে না দেই, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক মিথ্যা প্রতিশ্রুতি শুনেছি আর নয়। যোগ্য দল, যোগ্য প্রার্থী কে ভোট দিবো।

    আমরা তাকেই ভোট দেবো, যে আমাদের দাবী পূরণের প্রতিশ্রুতি দিবেন।

    দাবী গুলো নিম্নে দেওয়া হলো-
    ১| বিশ্বনাথ শহর কে পৌরসভা হিসাবে বাস্তবায়ন করতে হবে।
    ২| বাসিয়া নদীর দুই তীর থেকে অবৈধ দখল নিজের হস্তক্ষেপে উচ্ছেদ করতে হবে।
    ৩| বাসিয়া নদীর অসম্পূর্ণ খনন সম্পন্ন করতে হবে এবং বিশ্বনাথ বাজারের মধ্যে নদীর দুই তীরে পাথর দিয়ে ব্লগ করে দিতে হবে।
    ৪| শহরের ময়লা আবর্জনা অপসারণে জন্য পরিপূর্ণ ভাবে কার্যকরী করতে হবে। যেন আমরা আধুনিক শহর দেখতে পাই।
    ৫| উপজেলার মধ্যে রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন দপ্তরের ভবন বিনা কমিশনের নতুন ও সংস্কার করে দিতে হবে।
    ৬| প্রধান প্রধান সড়কে- সড়ক বাতি দিতে হবে।
    ৭| শিক্ষিত ছাত্র ছাত্রীদের চাকরির সুযোগ করে দিতে হবে। এখান থেকে কোন প্রকার ঘুষ চলবে না।
    ৮| উপজেলা পর্যায়ে স্থানীয় ছাত্র ছাত্রীদের শিক্ষক নিয়োগ দিতে হবে এবং বহিরাগত শিক্ষক দের চাটাই করতে হবে। ভবিষ্যতে বহিরাগত কোন শিক্ষক নিয়োগ নিতে না পারে সেদিকে কটুর ভূমিকা রাখতে হবে।
    ৯| বিশ্বনাথ শহরে গ্যাস সংযোগ করে দিতে হবে।
    ১০| দাদন ব্যবসায়ী (সুদখোর) বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কটুর ব্যবস্থা নিতে হবে।
    ১১| অন্যায়, অবিচার, ঘুষ, দূর্নীতি, চাঁদাবাজি, দালালী, নেশাখোর দের বিরুদ্ধে আইনি ভাবে কটুর পদক্ষেপ নিতে হবে।

    এই দাবী অসম্ভব কিছু নয়। একজন নির্বাচিত এমপি মন্ত্রী চাইলে সব বাস্তবায়ন করে দিতে পারেন। আমাদের দাবী যদি আপনার পছন্দ হয় তাহলে আমরা চাই- আমাদের আমানত ভোট দিয়ে আপনাকে জয় যুক্ত করি।

    এই দাবী আপনার নির্বাচনী ইস্তাহারে থাকতে হবে। প্রচার প্রচারণার করতে হবে। আপনার সাথে আমরাও প্রচার করবো।

    লেখক- সাংবাদিক ও সংগঠক



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ