বিস্তারিত
  • লন্ডনে নৌকা বাইছ প্রতিযোগিতায় বিশ্বনাথ ভয়েজ ইউকে রানার্স আপ


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 July, 2021, 7:45 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    তজম্মুল আলী রাজুঃঃ- শুধু দেশে নয়, দেশের গন্ডি পেরিয়েও বিদেশের মাটিতে সুনামবৃদ্ধি করে চলছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীরা। রাজনীতি, শিক্ষা, ব্যবসা, খেলাসহ বিভিন্ন পেশায় মেধায় পরিচয় দিয়ে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলাকে বিশ্বের দরবারে পরিচিত করছে প্রবাসীরা।

    আর দেশের বাইরে যুক্তরাজ্যে বাঙালীদের অবস্থান সবচেয়ে বেশি শক্তিশালী। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে তহবিল গঠনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বনাথ উপজেলার মরহুম গৌছ খান, মরহুম রমজান আলীসহ অনেকেই।

    এছাড়া যুক্তরাজ্যে প্রথম বাঙালী এমপি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের মেয়ে রুশনারা আলী, মেয়র নির্বাচিত আব্দুল জব্বার ও বিভিন্ন কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন একাধিক বিশ্বনাথী।

    সফলতার সাথে রেষ্টুরেন্ট ব্যবসা করে পুরস্কার লাভ করেছেন বিশ্বনাথের মনোহর আলী, আবুল বাশারসহ অনেক ব্যবসায়ী।

    সাংবাদিকতায়ও রয়েছে বিশ্বনাথীদের সরব উপস্থিতি।

    গত ২৫ জুলাই যুক্তরাজ্যের বার্মিহাম সিটি আয়োজিত ঐতিহ্যবাহি ১২ তম নৌকা বাইছ প্রতিযোগিতায় বিশ্বনাথ ভয়েজ ইউকে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। ঐতিহ্যবাহী বার্মিংহাম এজবাষ্টনে নৌকা বাইছে স্পন্সর করেন রাসেল আহমদ ও তারেক ফয়ছল।

    খেলায় অংশগ্রহন করেন জালাল, রাসেল, তারেক, কামরান, বেলাল, সুজন, ফয়জুল, সোহেল, মকবুল, লোকমান, হেলাল, নুর আলী, রকিব, নিজামুল, আলমগীর, সওকত।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ