বিস্তারিত
  • পুরুষ শুণ্য বিশ্বনাথের মনোকুপা গ্রাম মামলা,মেম্বারসহ আটক ৫


    বিশ্বনাথ বিডি ২৪ || 24 June, 2020, 5:27 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ঃ- বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের মনুকোপা গ্রামে পূর্ব বিরোধদের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় মামলা দায়ের ও ইউপি সদস্যসহ উভয় পক্ষের ৫জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার রাতে নিহত ওয়ারিছ আলীর স্ত্রী নুরুন নেছা বাদি হয়ে ২০জনের নাম উল্লেখ করে আরও ৮-১০জনকে অজ্ঞাতনামা আসামি রেখে হত্যা মামলা দায়ের করেন এবং অপর পক্ষ মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে। আটককৃতরা হলেন-সমছু মিয়া’র পক্ষের স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়া (৫০), গিয়াসউদ্দিন (২৫), নুরুল ইসলাম পক্ষের নিহত ওয়ারিছ আলীর ছেলে রুহেল মিয়া (২৯), সুহেল মিয়া (২১), তাদের আত্বীয় মানিক মিয়া (৪৫)। আজ বুধবার (২৪ জুন) বিকেলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, সংঘর্ষের ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে মনোকুপা গ্রামে পূরুষ সদস্য পালিয়ে বেড়াচ্ছেন। ফলে বর্তমানে গ্রামটি পুরুষ শূণ্য রয়েছে বলে স্থানীয়রা জানান। এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, এঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে। উভয় পক্ষের ৫জনকে আটক করা হয়। আটককৃতদের বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, গতকাল (২৩ জুন) মঙ্গলবার বিকেলে উপজেলার মনোকুপা গ্রামের সমছু মিয়া ও নুরুল ইসলাম লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে সংঘর্ষে দুইজন বৃদ্ধ নিহত ও অনন্ত ২০জন আহত হন। সংঘর্ষে নিহতরা হলেন-সমছু মিয়ার পক্ষে মনোকুপা গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লী মখলিছ আলী (৬৫) ও নুরুল ইসলামের পক্ষে ওয়ারিছ আলী (৬০)।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ