বিস্তারিত
  • দক্ষিণ সুরমায় এমপি কয়েস-হাবিব গ্রুপের সংঘর্ষ পুলিশসহ আহত ২০।


    স্টাফ রিপোর্টার || 27 January, 2018, 1:35 AM || সিলেট


    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে দক্ষিণ সুরমার চন্ডিপুলের একটি কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রবার ‍‌আওয়ামীলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। সভায় অতিথি হিসাবে সাংসদ মাহমুদ উস সামাদ কয়েছ চৌধুরী ও যুক্তরাজ্য আওমালীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। সভা চলাকালীন সময় এমপি গ্রুপ ও হাবিব গ্রুপের দুই নেতার মধ্যে প্রটোকল নিয়ে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। পরে সিনিয়ন নেতাদের মধ্যস্থতায় আবার সভা শুরু হয়। সভাশেষে অতিথিরা বেরিয়ে যাওয়ার সময় বরইকান্দি আওয়ামীলীগের সভাপতি ও এমপি গ্রুপের কয়েকজন মিলে হাবিব গ্রুপের নেতাদের ‍উপর হামলা চালায়। এ সময় মোগলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তার গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে দক্ষিণ সুরমা থানা পুলিশের দুই সদস্য এবং উভয় গ্রুপের নেতাকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। দক্ষিণ সুরমা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০-৫০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

    এদিকে, রাত সাড়ে ১১টায় মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম সাইস্তার পক্ষের লোকজন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের নৈখাই এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। কারণে এ সড়ক দিয়ে যানচলাচল চরমভাবে বিঘ্নিত হয়। পরবর্তীতে পুলিশ ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

     



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ