বিস্তারিত
  • সিলেট-লন্ডন ফ্লাইট চালু করতে ৪৫০ কোটি টাকার প্রকল্প


    স্টাফ রিপোর্টার || 19 January, 2018, 11:36 PM || সিলেট


    সিলেট-লন্ডন ফ্লাইট চালু করতে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

    বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

    মন্ত্রী আরও বলেন, “সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোকে রক্ষা করে সেগুলোকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে। কক্সবাজার সিলেট রুটে ফ্লাইট চালু করা হবে। যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা -সিলেট রুটে বিমানের বিকালেও একটি ফ্লাইট চালু করা হবে।”

    ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওভার লে ৮ থেকে ১৪ লে পর্যন্ত বাড়ানো এবং আরও ৬টি বোর্ডিং ব্রিজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

    সভায় বক্তব্য রাখেন মহিবুর

    রহমান মানিক এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, বেবিচকের চেয়ারম্যান এম নাইম হাসান।

     

    সিলেটের খবরের অনলাইন নিউজ পোর্টাল - Popular Online News Site of Sylhet News

     

     



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ