বিস্তারিত
  • ওসমানীনগরে ৭৬ লাখ টাকা ব্যয়ে রাস্তায় ডাবল ইট সলিং’র উদ্বোধন করলেন এমপি এহিয়া


    বিশ্বনাথ বিডি ২৪ || 21 April, 2018, 7:41 PM || সিলেট


    জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি গ্রামের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। পল্লীর সাধারণ মানুষের জন্য কাজ করায় দেশের মানুষ হোসেইন মুহাম্মদ এরশাদকে পল্লীবন্ধু উপাধি দিয়েছিল। তার ধারাবাহিকতায় আজোও জাতীয় পাটির নেতা কর্মীরা গ্রামকে অধিক গুরুত্ব দিয়ে জনসেবামূলক কাজ অব্যাহত রেখেছে। পল্লী উন্নয়নের ধারাবাহিতকতা বজায় রাখতে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার জন্য বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথবাসীর কাছে অনুরোধ করছি।
    তিনি শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের নিম্নাঞ্চল পঞ্চগ্রামস্থ ভেড়ার চর বাজারে ৭৬ লক্ষ টাকা ব্যয়ে সাদীপুর-সুন্দিখলা কাচা রাস্তার (এইচবিবি করণ) ডাবল ইট সলিং শেষে প্রবাসী সাবির আহমদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
    সাবেক ইউপি সদস্য আক্কাছ আলী তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রসমাজ নেতা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাপা সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, প্রবাসী সাবির আহমদ, উপজেলা ছাত্রসমাজের সভাপতি জাবের আহমদ চৌধুরী, পশ্চিম পৈলনপুর জাপা নেতা প্রবাসী আব্দুল মালেক, সাবেক ইউপি সদস্য আক্কাছ আলী তালুকদার, প্রত্যয় সাহিত্য ফোরামের সম্পাদক এম লায়েছ রহমান ইয়াছিন। উপস্থিত ছিলেন, জাপা নেতা আবু বকর, চাতলপাড় দাখিল মাদরাসার সুপার মাও. আব্দুল হাই আল হাদী, ব্যবসায়ী শহীদ আহমদ তালুকদার,আলমগীর হোসেন, লুৎফুর রহমান, জাপা নেতা আব্দুল মালেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টানে প্রধান অতিথি এমপি এহিয়া চৌধুরী ক্রেস্ট প্রদান করেন প্রত্যয় সাহিত্য ফোরামের সম্পাদক এম লায়েছ আহমদ ইয়াছিন।
    উল্ল্যেখ্য প্রবাসী সাবির আহমেদের ব্যক্তিগত অর্থায়নে সাদীপুর সুন্দিখলাস্থ হাজি বাহার মিয়ার মিয়ার বাড়ি হতে মো: আক্কাছ আলী তালুকদারের বাড়ি পর্যন্ত প্রায় ২কিলোমিটার কাঁচা রাস্তায় ৬ লক্ষ টাকা ব্যয়ে মাটি ভরাট করেন। পরবর্তিতে স্থানীয় সংসদ সদস্য এহিয়া চৌধুরী ৭৬ লক্ষ টাকা ব্যয়ে উক্ত রাস্তায় ডাবল ইট সলিং কাজ সম্পান্ন করে দেন। তাছাড়া ইতোপূর্বে সাবির আহমেদের বড় ভাই সালেহ আহমেদ সুন্দিখলা গ্রামে পল্লী বিদ্যুতায়ন করে দেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ