বিস্তারিত
  • বালাগঞ্জে বজ্রপাতে ২টি গরুর মৃত্যু


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 April, 2018, 6:21 PM || সিলেট


    বালাগঞ্জে বজ্রপাতে এক দিনমজুরের ২টি গরুর মৃত্যু হয়েছে। এতে কৃষকের প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে। একমাত্র সম্বল দু’টি গরু হারিয়ে কৃষক মোস্তফা মিয়া ও তার ছেলে বিমর্ষ হয়ে পড়েছেন।
    জানা যায়, বুধবার ১১ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের নোয়াপাতন গ্রামের দিনমজুর মোস্তফা মিয়ার মাঠে থাকা দু’টি গরুর উপর কাল বৈশাখীর বজ্রপাত পড়ে। এসময় ঘটনাস্থলেই গরু দু’টি মারা যায়। যা বর্তমান বাজার মূল্য প্রায় ৫০হাজার টাকা হবে। গরুর মালিক মোস্তফা মিয়া জানান, সকালে বাড়ির পার্শ্বে মাঠে ঘাস খাওয়ার জন্য গরু ছাড়া হয়। দুপুর সাড়ে ১২টায় ঝড়ের সময় একটি বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই গরু দু’টি মারা গেছে।
    এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হক বলেন, এইমাত্র আপনার কাছ থেকে শুনেছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে খবর নিচ্ছি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ