বিস্তারিত
  • রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হলো রোনালদোকে!


    স্টাফ রিপোর্টার || 22 January, 2018, 11:54 AM || খেলাধুলা


    গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ গোলের দেখা পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর লা লিগায় তার সর্বশেষ করা গোলটি ছিল ৯ ডিসেম্বরে। সেভিয়ার বিপক্ষে সেই ম্যাচে তার দল জয় পেয়েছিল ৫-০ ব্যবধানে। তবে ২১ জানুয়ারি রোববার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচেই গোল-খরা কাটিয়ে উঠলেন সিআর সেভেন। তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। দলও পেল ৭-১ গোলের বড় জয়।

    কিন্তু জোড়া গোল করা রোনালদোকে এদিন মাঠ ছাড়তে হয় রক্তাক্ত অবস্থায়! সান্তিয়াগো বার্নাব্যুতে ৭৮ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। ৮৪ মিনিটে দুর্দান্ত এক হেডে ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলটি করার সময় মারাত্মক আঘাত পান সিআর সেভেন।

    লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে আসা বলটিকে ডাইভিং হেডে জালে জড়ানোর সময়ই প্রতিপক্ষের এক ডিফেন্ডার বুট দিয়ে আঘাত করেন রোনালদোর কপালে। গোল-উদযাপন না করেই মাটিতে লুটিয়ে পড়েন সিআর সেভেন। তাৎক্ষণিকভাবে ডাক্তারের চিকিৎসা নিয়ে ওই অবস্থাতেই মাঠ থেকে বেরিয়ে যান রোনালদো।

    সে সময়ে একটি বিষয় অবশ্য ভক্ত-অনুরাগীদের দারুণভাবে আকর্ষণ করে। মাঠ থেকে বের হওয়ার সময় ফিজিওর স্মার্টফোনের সাহায্যে নিজেকে দেখার চেষ্টা করছিলেন পঞ্চম ব্যালন ডি’অরজয়ী রোনালদো।

    দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জোড়া গোল করায় চলতি মৌসুমে লা লিগায় রোনালদোর মোট গোলের সংখ্যা এখন ৬। তার ফর্মহীনতার এই প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে রিয়াল মাদ্রিদের উপর। লিগ টেবিলের প্রথম তিনেও নেই ক্লাবটি। অথচ, গত বছর লা লিগার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ঝলক দেখান তিনি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ