বিস্তারিত
  • বিশ্বনাথে বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 March, 2018, 7:50 PM || মিডিয়া


    র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ প্রতিদিন’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে র‌্যালী শেষে উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
    বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সদস্য আব্বাস হোসেন ইমরানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।

    সভায় বক্তারা বলেন, সংবাদপত্রের জগতে অবাক কান্ড ঘটিয়েছে বাংলাদেশ প্রতিদিন। অল্পদিনে জনপ্রিয়তার শীর্ষে এখন এই কাগজ। তার লাল-সবুজের লোগোতে রয়েছে দেশের পরিচয়। তাছাড়া শুরু থেকে বজায় রেখেছে নিরপেক্ষতা। হলুদ সাংবাদিকতা হঠিয়ে, সামাজিক অবক্ষয় রোধে, দূর্নীতি প্রতিরোধে সোচ্ছার থেকে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে প্রতিদিন। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। প্রতিদিনের চোখে উঠে আসুক সকল অসঙ্গতি ও সম্ভাবনার খবর। বাংলাদেশ প্রতিদিন ঠিকে থাকুক চিরকাল।

    এসময় উপস্থিত ছিলেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রেদওয়ান করিম মাছুম, উপজেলা ছাত্রদল নেতা হাজী শেখ আবদুশ শহীদ আলেক্স, প্রেসক্লাব সদস্য জামাল মিয়া, আবুল কাশেম, দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সদস্য মাশুক নাঈম, কামরুল আশিকী, শাহজিরগাঁও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, ব্যবসায়ী শাহ মো. ফয়সল আহমদ, মির্জা মো. গিয়াস, প্রবাসী কমিউনিটি নেতা আবু বকর সিদ্দিক, লার্ণিং পয়েন্টের লেকচারার রোজিনা শেখ, আল-ফালাহ একাডেমীর শিক্ষক মোছা. দিপা বেগম, বিশ্বনাথের ছবির এডমিন নুরুল ইসলাম, সংগঠক আবদুল কুদ্দুছ মুন্না, আবদুল আজিজ মামুন, জয়নাল আহমদ জুয়েল, শিক্ষার্থী রুবেল আহমদ, আল-আমিন আহমদ, জুবেল আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা আখলাকুর রহমান তুহিন, ফয়জুল হক জয়নুল, আবদুশ শহীদ, শেখ বেলাল আহমদ, এনামুল হক প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ