বিস্তারিত
  • বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 March, 2018, 12:31 AM || খাজান্সী


    বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আজির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর গ্রামের মৃত তেরাব আলীর পুত্র। শুক্রবার (১৬মার্চ) বিকেলে নিহত আজির উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

    সম্প্রতি অগ্নিকান্ডে আজির উদ্দিনের বসত ঘর পুড়ে যায়। এরপর আজির স্ত্রী ও সন্তানদের নিয়ে তার মা মহিমা খাতুনের ঘরে আশ্রয় নেন। শুক্রবার  বিকাল সাড়ে ৫টায় ঘরে থাকা নিয়ে আজির উদ্দিনের মায়ের সাথে তার স্ত্রী সিতারা বেগমের ঝগড়া হয়। তখন সিতারা বেগম আসবাবপত্র নিয়ে পার্শ্ববর্তি আজির উদ্দিনের চাচা মজর আলীর পরিত্যক্ত বসত ঘরে আশ্রয় নেন। মজর আলী (৬০) ও তার পুত্র জয়নাল মিয়া (২৫) বাড়িতে এসে তাদের ঘর কেন দখল করলেন এনিয়ে আজির উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এসময় আজির উদ্দিন গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৭টায় আজির উদ্দিনের মৃত্যু হয় বলে তার পুত্র আলী আহমদ পুলিশ ও সাংবাদিকদের জানায়। নিহত আজির উদ্দিন ৫পুত্র ও ৪কন্যা সন্তানের জনক।

    ঘটনার খবর পেয়ে ওসমানীনগর সার্কেল পুলিশের এএসপি মো. সাইফুল ইসলাম ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    প্রতিবেশী ইছাক আলীর সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে আজির উদ্দিনের বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। শুক্রবারের সংঘর্ষে মজর আলী গংদের পক্ষ নিয়ে মারামারি করেন ইছাক আলীও এমন অভিযোগ করেছেন আজির আলীর ছোট ভাই।
    এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ