বিস্তারিত
  • বিশ্বনাথের আশরাফ হোসেনের সিকৃবির চ্যান্সেলর ‘স্বর্ণপদক’ অর্জন


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 March, 2018, 2:19 PM || খাজান্সী


    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন-২০১৮ এ মৎস প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের কৃতি শিক্ষার্থী মো: আশরাফ হোসেন চ্যান্সেলর (রাষ্ট্রপতি) ‘স্বর্ণপদক’ অর্জন করেছেন। তিনি ২০১৫ সালে ওই বিভাগ থেকে ১ম স্থান (সিজিপিএ ৪.০/ গ্রেড এ প্লাস) মাস্টার অব সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেন।

    উল্লেখ্য তিনি ২০১৩ সালে বিএসসি ফিশারিজ (অনার্স) পরীক্ষায় প্রথম স্থান (সিজিপিএ ৩.৯৩৭) অর্জন করেছিলেন। গত ১৫ ফেব্রুয়ারী সিকৃবির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো আব্দুল হামিদের পক্ষে তার হাতে স্বর্ণপদক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. গোলাম শাহী আলম। এ সময় ফেকাল্টি অব ফিশারিজের ডিন ড. মো তরিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

    আশরাফ হোসেন বিশ্বনাথের  তেলিকোনা গ্রামের মরহুম হাজি মো আছকির মিয়া ও মোছা ছৈফা বেগমের দ্বিতীয় পুত্র। তিনি বর্তমানে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় বড়লেখা, মৌলভীবাজারে সম্প্রসারণ কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ