বিস্তারিত
  • মঙ্গল গ্রহের মাটি বিক্রি হচ্ছে, ১৬শ’ টাকা কেজি


    বিশ্বনাথ বিডি ২৪ || 01 October, 2018, 6:44 PM || আন্তর্জাতিক


    বিশ্বনাথ বিডি ২৪ :: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গল গ্রহ থেকে আনা মাটি বিক্রি শুরু করেছে। যেকোন আগ্রহী ব্যক্তি কিনতে পারবেন মঙ্গলের মাটি। প্রতি কেজির দাম পড়বে মাত্র ২০ ডলার বা ১৬০০ টাকার কিছু বেশি। খবর এনডিটিভির।
    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই দামের মধ্যে ডেলিভারি সার্ভিসও অন্তর্ভূক্ত। যেকোন দেশে মাটি ডেলিভারি দিতে প্রস্তুত তারা।
    সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জানান, এই মাটিগুলো নমুনা হিসেবে গবেষণার জন্য নিয়ে এসেছে নাসার মহাকাশযান কিউরিসিটি রোভার।
    মূলত মঙ্গল গ্রহে মানুষ বসবাস করলে চাষাবাদ কিভাবে করা হবে তা নিয়ে গবেষণার জন্যই মাটি গুলো পৃথিবীতে আনা হয়েছিল।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ