বিস্তারিত
  • গুহায় আটকেপড়া সবাইকে উদ্ধার : সবার চিকিৎসা চলছে হাসপাতালে বিশ্ব নেতাদের অভিনন্দন


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 July, 2018, 8:11 PM || আন্তর্জাতিক


    অবশেষে থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া ফুটবল দলটির ১৩ জনের সবাইকে উদ্ধার করা হয়েছে। ছয়দিন অনাহারে থাকার পর তাদের সন্ধান পাওয়া গিয়েছিল। তারপরও তারা ১০ থেকে ১২ দিন অন্ধকার গুহায় কাটিয়ে ফিরেছেন মুক্তির আলোয়। উদ্বেগের অবসান হয়েছে বিশ্ববাসীর। রবিবার ও সোমবার চারজন করে ৮ জনকে উদ্ধার করা হয়েছিল, আর গতকাল মঙ্গলবার বাকি পাঁচজনকেও বের করে আনেন উদ্ধারকারীরা। চিয়াং রাই প্রদেশের থ্যাম লুয়াং নামের ওই গুহাটিতে ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচ আটকা পড়ে গত ২৩ জুন। তাদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। সবাইকে উদ্ধার হওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফিফা তাদের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানালেও সেটা সম্ভব নয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। সফল উদ্ধার অভিযানের জন্য গতকাল থাইল্যান্ডজুড়ে উল্লাস করতে দেখা যায়। খবর বিবিসি

    থাই নৌবাহিনীর সীল দল যারা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন তারা গতকাল এক বিবৃতিতে বলেন, ওয়াইল্ড বোর (বুনো শূকর) দলের ১২ জন এবং তাদের কোচ এখন গুহার বাইরে। সবাই সুস্থ। আগের দু’দিনের মতো গতকালও উদ্ধারকৃতদের সবাইকেই হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে গুহার ভেতরে অবস্থান করছিলেন একজন ডাক্তার এবং নৌবাহিনীর তিনজন ডুবুরি। তারা আটকা পড়া শেষজনকে উদ্ধার না করা পর্যন্ত গুহার ভেতরেই ছিলেন। পরে তারাও গুহা থেকে বেরিয়ে আসেন এবং অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    উদ্ধার অভিযান

    ভারী বৃষ্টির পর গুহার ভেতর পানির উচ্চতা আরো বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় রবিবারই উদ্ধার অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল একটি আন্তর্জাতিক অভিযান যাতে ব্রিটেন ও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও চীনসহ অনেকগুলো দেশের উদ্ধারকারী ও বিশেষজ্ঞরা অংশ নেন। দক্ষ ডুবুরিরা আটকে পড়া কিশোরদের ডুবে যাওয়া সুড়ঙ্গের পানির ভেতর দিয়ে পথ দেখিয়ে গুহার প্রবেশ মুখে নিয়ে আসেন। প্রত্যেক কিশোরকে পুরো মুখ ঢাকা অক্সিজেন মুখোশ পরতে হয়। গুহামুখ পর্যন্ত ফিরে আসতে সবচেয়ে অভিজ্ঞ ডুবুরিরও প্রায় ১১ ঘণ্টা সময় লাগে। এর মধ্যে কিছুটা পথ হাঁটতে হয়, বাকি পথটা পানির ভেতর দিয়ে হেঁটে এবং ডুব সাঁতার দিয়ে এগোতে হয়। অনেক জায়গা পানিতে ডোবা। পানিতে ডুবে থাকা অংশ প্রায় এক মাইল লম্বা। অনেকটা অংশ ডুব সাঁতার ছাড়া পার হবার উপায় নেই। পুরো যাত্রাটাই হচ্ছে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। সবচেয়ে কঠিন অংশটা মাঝামাঝি। এটিকে ‘টি-জাংশন’ বলে বর্ণনা করা হয়। জায়গাটা এতটাই সরু যে ডুবুরিদের তাদের এয়ার ট্যাংক খুলে ফেলতে হয়। এরপর ক্ষণিকের যাত্রাবিরতির জন্য গুহার মধ্যে ক্যাম্পের মতো করা হয়। সেখান থেকে বাকিটা পথ পায়ে হেঁটে  গুহামুখে আসতে হয়। বেরিয়ে আসার পর তাদের সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক সপ্তাহ আগে এক ব্রিটিশ উদ্ধারকারী ডুবুরি গুহার প্রবেশমুখ থেকে চার কিলোমিটার ভেতরে ওই স্থানটিতে দলটির সন্ধান পায়। ১১ থেকে ১৭ বছর বয়সী ওই কিশোররা স্থানীয় ফুটবল দল ওয়াইল্ড বোরসের সদস্য বলে জানা গেছে। দলটি তাদের কোচের সঙ্গে ভ্রমণে বের হতে গিয়ে গুহায় প্রবেশ করে এবং ভেতরে আটকা পড়ে।

    উদ্ধারকৃত কিশোররা

    যেসব কিশোর উদ্ধার হয়েছেন তারা হলেন-আদুল স্যাম (১৪), প্যানুম্যাস সেংদি (১৩), সমপং জাইওয়াং (১৩), এক্কারত ওয়াংসুকচান (১৪), পিপাত বোধি (১৫), পিরাপাত সমপিয়াংযাই (১৬), প্রজ্যাক সুথাম (১৪), চানিং উইবুনরাংগ্রুয়েং (১১), মংকল বুংপিয়াম (১৪), নাতাউত তিয়েলি তাকামসি (১৪) এবং দুয়াংপেচ প্রোমথেম (১৩)। একাপোল চান্টাওং (২৫) দলের সহযোগী কোচ। উদ্ধারকারীদের মতে তিনি সবচেয়ে দুর্বল অবস্থায় আছেন। কারণ তিনি বারবার খাবার খেতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তার পরিবর্তে সেগুলো ওই কিশোরদের খেতে বলেছেন।

    অভিনন্দন বিশ্ব নেতাদের

    প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, অসাধারণ উদ্ধার অভিযানের জন্য থাই নেভি সিলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন। একটা দারুণ মুহূর্ত। সবাই মুক্ত, দারুণ কাজ হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট এক টুইটার বার্তায় বলেন, সাহসী কিশোর ও তাদের কোচ এবং তাদের যারা উদ্ধার করেছে তারা সবাই অনেক প্রশংসা পাওয়ার যোগ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, থাইল্যান্ডে সবাই উদ্ধার হয়ে যাওয়ায় আমরা খুবই খুশি। সারাবিশ্ব এজন্য আগ্রহভরে অপেক্ষায় ছিল। সবার সাহসকে শ্রদ্ধা জানাই।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ