বিস্তারিত
  • রোহিঙ্গাদের জন্য হাসপাতাল নির্মাণের প্রস্তাব ভারতের


    বিশ্বনাথ বিডি ২৪ || 21 May, 2018, 9:44 PM || আন্তর্জাতিক


    মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য হাসপাতাল বানিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছে ভারত। দেশটির এক সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে। তবে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো মতামত জানানো হয়নি।
    প্রতিবেদনে আরো বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে কথা বলবেন নরেন্দ্র মোদী। এছাড়া এ সপ্তাহের শেষেই মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দেশটির রাখাইন প্রদেশে ফিরে আসা শরণার্থীদের জন্য একটি বড় আবাসন প্রকল্প নির্মাণ করছে ভারত।
    এছাড়া আসন্ন বর্ষা ও সাম্প্রতিক ঝড় মোকাবিলায় রোহিঙ্গাদের জন্য বিপুল ত্রাণসামগ্রী নিয়ে আইএনএস ঐরাবত নামের ভারতীয় একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। জানা গেছে, এবার নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয় ত্রাণ বাংলাদেশে আসছে। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের হাতে ওই ত্রাণ সামগ্রী তুলে দেবেন বলেও জানানো হয়েছে। ফার্স্টপোস্ট ও আনন্দবাজার।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ