বিস্তারিত
  • প্যারিস হামলার আসামির ব্রাসেলসে ২০ বছরের জেল


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 April, 2018, 4:57 PM || আন্তর্জাতিক


    ২০১৫ সালের ভয়াবহ প্যারিস হামলা মামলার আসামি সালাহ আবদেসলামকে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনার একটি মামলায় দোষী সাব্যস্ত করেছেন বেলজিয়ামের একটি আদালত। এ মামলায় তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সালাহ প্যারিস বন্দুক হামলার ঘটনায় একমাত্র জীবিত আসামি।

    বেলজিয়ামে হত্যাচেষ্টার সন্ত্রাস সম্পর্কিত অভিযোগে সালাহকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে সোমবার রায় ঘোষণার সময় সালাহ ব্রাসেলসের আদালতে ‍উপস্থিত ছিলেন না।

    ব্রাসেলসের ফরেস্ট এলাকায় ২০১৬ সালের মার্চে এক অভিযানের সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গোলাগুলি হয়েছিল সালাহর। ওই ঘটনার পর চার মাস পালিয়ে ছিলেন তিনি।

    ব্রাসেলসের মামলায় তিনি বিচারকদের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। পরবর্তীকালে তিনি ওই মামলায় শুনানিতে অংশ নিতে অস্বীকৃতি জানান।

    সালাহ আবদেসলাম বর্তমানে ফ্রান্সের একটি কারাগারে বন্দি রয়েছেন। সেখানেও প্যারিস হামলায় জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি তিনি।

    উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসে বন্দুক হামলা চালায় আইএসের কয়েকজন অনুসারী। ওই হামলায় ১৩৭ জন নিহত হন।

    তথ্য : বিবিসি



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ