বিস্তারিত
  • চীনে গুগলের এআই ল্যাব চালু


    স্টাফ রিপোর্টার || 17 January, 2018, 2:52 PM || আন্তর্জাতিক


    চীনের শেনজেন শহরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছে গুগল। শহরটি হার্ডওয়্যার হাব কিংবা এশিয়ান সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত।

    এটি গুগলের পূর্ণাঙ্গ কোনো গুগল ক্যাম্পাস হবে না। এ সপ্তাহ থেকে ল্যাবটি চালু করা হবে।

    গুগলের মুখপাত্র জানিয়েছেন, শেনজেনে আমাদের অনেক ক্লায়েন্ট ও পার্টনার আছে। তাদের সঙ্গে সহজে কাজ করতে ও যোগাযোগ ভালো রাখতেই আমরা এখানে অফিস স্থাপন করেছি।

     

    এটি চীনে গুগলের তৃতীয় অফিস। বেইজিং ও সাংহাইতেও গুগলের অফিস রয়েছে।শেনজেনে টেনসেন্ট, উইচ্যাট, হুয়াওয়ে, শাওমি ও জেটিইরও অফিস রয়েছে।

    গুগলের এআই ল্যাবটি তাদের নিজেদের কাজ প্রকাশ করবে এবং এআই রিসার্চ কমিউনিটির জন্য ফান্ড প্রদান করবে।

    এই ফান্ড দিয়ে বিভিন্ন এআই সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হবে।

    ২০১০ সাল থেকে চীনে গুগলের ওয়েবসাইট নিষিদ্ধ করা হলেও দেশটিতে গুগলের প্রায় ৬শ’ কর্মী আছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ