বিস্তারিত
  • এক প্ল্যাটফর্মেই ছিলাম, আজ বিভক্ত : স্বপন শিকদার


    বিশ্বনাথ বিডি ২৪ || 24 March, 2018, 7:33 PM || মুক্তমত


    আজকে আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রায় ১৫ মিনিটের একটি বক্তব্য ফেইসবুক মারফত দেখতে পেলাম, সচরাচর আমি কারো দীর্ঘ বক্তব্য দেখিনা অথবা শোনিওনা কিন্তু যুক্তরাজ্য ছাত্রলীগের এক স্নেহভাজন ছোট ভাই ফোনে বললো বক্তব্যটি দেখার জন্য। যাই হোক লক্ষ্য করলাম বক্তব্যের শেষের দিকে উনি কিছু মনের ক্ষোভ ঝেরেছেন, আমি উনাকে এর জন্য ব্যাক্তিগত ভাবে দোষ দেবোনা কারণ কথায় আছে ছায়ার দিকে লাতি মারলে ছায়াও লাতি মারে।

    আমি দীর্ঘ দিন ধরে আনোয়ার ভাইকে চিনি এবং জানি অতীতে কখনও আমি দেখিনি উনি শফিকুর রহমান চৌধুরীকে নিয়ে কুটুক্তি করতে। মানুষের  কিছু সীমা থাকে কিন্তু শফিক ভাইয়ের দিন পূর্বেক আগের দেয়া বক্তব্যে নিশ্চয়ই আনোয়ার ভাইয়ের বিচ্ছুতি ঘটেছে। কি দরকার ছিল শফিক ভাইয়ের এরকম কারো ব্যাক্তিগত বিষয় নিয়ে কুটুক্তি করার? কয়েকদিন আগেওতো বঙ্গবন্ধুর জন্ম দিবসে আপনারা একে অপরকে মিষ্টি খাইয়েছেন এজন্য খুব বাহবাহও কুড়িয়েছেন, এই খবর বাংলাদেশের জাতীয় পত্রিকায়ও ছাপিয়েছে। কিন্তু কয়েকদিন যেতে না যেতে আপনি শফিক ভাই সব সুনাম দুর্নামে পরিণত করে ফেললেন।

    শফিক ভাই আর আনোয়ার ভাই আমরা যারা সবাই উনাদের নেতা মানি একসময় আমরা সবাই এক প্ল্যাটফর্মেই ছিলাম, আজ না হয় আমরা দুভাগে বিভক্ত হয়ে দুনেতার পেছনে আছি। কিন্তু কেন? এর উত্তর নিশ্চয়ই আপনি শফিক ভাইর কাছে আছে! আমার স্পষ্ট মনে আছে শফিক ভাই এম.পি. হওয়ার আগে একদিন উনার পারিবারিক ব্যবসা প্রতিষ্টান বাংলা সিটির উপরে এক আওয়ামীলীগ নেতা আমি নাম উল্লেখ করবোনা কথার প্রসঙ্গে আনোয়ার ভাই সম্মন্ধে বানোয়াট বিরূপ মন্তব্য করতে চাইলে শফিক ভাই রাগ করে বলেছিলেন তুমি থামো আনোয়ার আমার ভাই তার সম্মন্ধে এরকম মন্তব্য করোনা।

    শফিক ভাই আর আনোয়ার ভাই উনারা পারিবারিক ভাবে খুব ঘনিষ্ট ছিলেন কিন্তু স্বার্থের জন্য আজ উনারা একে অন্যের মুখ দেখা পর্যন্ত বন্ধ। আর এইসব কিছুর জন্য শফিক ভাইই দায়ী, উনিতো সম্পর্কে আনোয়ার ভাইর বড় ভাই। উনি কি পারেন নাই আনোয়ার ভাইকে নিয়ে এক টেবিলে বসতে? আনোয়ার ভাই বালাগঞ্জ, বিশ্বনাথ এবং ওসমানীনগরে এম. পি. ইলেকশন করতে চান এটিতো দোষের কিছু নয় উনি ইয়াং বয়স হতে রাজনীতির সাথে জড়িত, সব প্রতিষ্টিত রাজনীতিবিদরাই স্থানীয় সরকার ইলেকশন অথবা জাতীয় ইলেকশন করতে চান আনোয়ার ভাইও এর ব্যাতিক্রম নয়। কিন্তু এর জন্যতো উনাকে আপনার শত্রু ভাবা উচিত নয়। আপনার এম.পি. হওয়ার পেছনে বঙ্গবন্ধু পরিবার পরে যার সবচেয়ে বড় অবদান হচ্ছে উনি হচ্ছেন আনোয়ার ভাই।

    লেখক : সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রলীগ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ