বিস্তারিত
  • শিক্ষা নিয়ে বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 March, 2018, 12:58 PM || মুক্তমত


    বাংলাদেশে শিক্ষা নিয়ে চলছে রমরমা বাণিজ্য। বিভিন্ন বাসা ভাড়া করে বা স্কুলে ক্লাস শুরু করার আগে পরে নিদিষ্ট এক সময়ে শুরু হয় কোচিং ব্যবসা। বেশ কিছু শিক্ষকরা অধিক মুনাফা লাভের জন্য ক্লাসে নিয়মিত উপস্হিত না হলেও কোচিং সেন্টারে ঠিকই উপস্হিত হন। এমন কি অভিবাবকদের পরামর্শ দেন ছাত্রছাত্রীদের পরিক্ষায় ভাল ফলাফল করার জন্য কোচিং অপহার্য। এই শ্রেণীর শিক্ষকরা কোচিং বাণিজ্য করে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন অভিবাবকদের কাছ থেকে। আর এই টাকার যোগান দিতে গিয়ে হিমসিম খেতে হয় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের। অনেক কষ্টে উপার্জন করা টাকা সন্তানদের ভালো পড়ালেখার জন্য কোচিং সেন্টারে দিয়ে দেন অভিবাবকরা। এই শিক্ষকরা যদি কোচিং সেন্টারের মতো ক্লাসে পড়াতেন তাহলে শিক্ষার্থীর কোচিং ক্লাস করতে হতো না।ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা সহজেই তাদের সন্তানদের উচ্চশিক্ষিত করে তুলতে সক্ষম হতো। আর যখন শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পেয়ে যাবে তখন তারা প্রশ্নপত্র ফাঁস হলেও সেই প্রশ্নপত্র কে বর্জন করবে। শিক্ষকদের মধ্যেও কিছু শিক্ষক আছেন যারা সঠিক শিক্ষা বিলিয়ে দিতে সর্বদা মরিয়া। একদল শিক্ষক সঠিক শিক্ষা দিয়ে আসছেন বলে আজও টিকে আছে জাতি। সুতরাং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কে আমি ব্যক্তিগত ভাবে যতটুকু চিনি এবং জানি কোচিং বাণিজ্যের বিরুদ্ধে তার কঠোর নির্দেশনা রয়েছে। তার পরে ও চলছে ক্লাসে করানোর নামে কোচিং বাণিজ্য। অতএব এখন উচিত কোচিং সেন্টারে গ্রেফতারি অভিযান ও শিক্ষা নিয়ে বাণিজ্যকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা। তবেই বাংলাদেশে চিরতরে কোচিং বাণিজ্য বন্ধ হবে। এজন্য মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় আরো কঠোর হতে হবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে।

    লেখক: সিতার মিয়া, (রাজনীতিবীদ)

     



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ