বিস্তারিত
  • দেশ জাতি কে মেধাশুন্য করার জন্যই অধ্যাপক ড. জাফর ইকবাল স্যার কে ছুরিকাঘাত


    বিশ্বনাথ বিডি ২৪ || 04 March, 2018, 11:46 PM || মুক্তমত


    “দেশ জাতি কে মেধাশুন্য করার জন্য প্রতিহিংসাপরায়ণ বর্বর রক্ত খেকো জানোয়াররা অধ্যাপক ড. জাফর ইকবাল স্যার কে ছুরিকাঘাত করেছে, যা দেশের অস্তিত্বে অাঘাত”

    অামি যতটুক জানি অধ্যাপক ড. জাফর ইকবাল স্যার চলনে-বলনে, মনে-মেজাজে, কথায়-কাজে, ভাবে-ভাবনায়, অাচারে-অাচরণে অনবরত সুন্দরের অনুশীলন ও দেশ জাতির কল্যানে শিক্ষা বিস্তারে জ্ঞান প্রসারে তার চিন্তা চেতনার ধ্যান-জ্ঞানের সবটুকু উজার করে দিয়ে কাজ করছেন মুত্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত জাতি গঠনের লক্ষে। মুক্ত চিন্তার ধারক বাহক অসাধারন জ্ঞানের অধিকারী অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিত্ববান দেশ বরণ্য জনপ্রিয় লেখক অধ্যাপক ড.জাফর ইকবাল স্যারের রক্তে রঞ্জিত হযরত শাহ জালাল(রঃ) পূর্ণভুমি এই কলংকের তিলক জাতি কি দিয়ে মুছবে? যে মানুষটি বিশ্বের নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা না করে দেশ মাতৃকার দরদে নিজ দেশে শিক্ষা বিস্তারে দিন-রাত তার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে কুসুমের মতো জ্ঞানভিত্তিক ভবিষ্যত প্রজন্ম বের করে বিশ্ব দরবারে বাংলাদেশ কে শিক্ষিত জ্ঞান নির্ভর রাষ্ট হিসেবে দেখতে চান সেই মানুষটি কে যে বা যারা ছুরিকাঘাত করে হত্যা করতে চায় এরা কিন্তূ মানুষ নয়, হিংস্র জানুয়ার! যে ড. জাফর ইকবাল স্যারের বক্তব্য বর্তমান কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে যাদুর মন্ত্রের মত কাজ করে, কারন তার বক্তব্য গুলো বর্তমান মুক্ত চিন্তক ছাত্রছাত্রীদের কাছে জাতিয় সম্পদ ও কৃষ্টিগত ঐতিহ্যর মত। বীজের অাত্নবিকাশের জন্য যেমন কর্ষিত ক্ষেত্র প্রয়োজন, ঠিক তেমনি উন্নত অসাম্প্রদায়িক জাতি গঠনে চিন্তার স্বাধীনতার প্রয়োজন। বিজ্ঞ ও বিবেকবান সুন্দরের ধ্যানী ও অানন্দের অন্বেষ্টা কৃষ্টি সংস্কৃতি সভ্যতার বংশি বাদক দেশের মঙ্গল ও মমতার বাণী বাহক এবং প্রীতি ও প্রফুল্লতার উদ্ভাবক উচু মানের লেখক ড. জাফর ইকবাল স্যার কে অাঘাত করেনি, ছুরিকাঘাত করেছে মুক্তিযুদ্ধের চেতনায় ও বাঙ্গালির জ্ঞান সৌন্দর্য ও অাত্নমর্যাদায়। যার চেহারায় ভাব-ভঙ্গিমায় দৈশিক -কালিক জাতিক অাভরণের চাপ ফুটে উঠে তাকে পাষান্ড নির্দয় নির্মম নিষ্টুর দেশ দ্রোহী সাম্প্রদায়িক হিংস্র অমানুষরাই অাঘাত করছে। সুতরাং এই অাঘাত অধ্যাপক ড. জাফর ইকবাল স্যারের উপর নয়, সমস্ত মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী মানুষের উপর সমগ্র জাতির উপর। কারণ প্রেম-প্রীতি-স্নেহ, ঘৃণা-বিদ্বেষ-অবহেলা প্রভূতির উদ্ভব অার অবসান অনেক খানি নির্ভর করে বক্তব্যের উপর। ড. জাফর ইকবাল স্যারের বক্তব্য ছিল মুক্তিযুদ্ধের মুক্ত চিন্তার মুক্তবুদ্ধির পক্ষে, তাই নিঃসন্দেহে বলা যায় মৌলবাদী সাম্প্রায়িক গোষ্টির ছুরিকাঘাতে মানবতার শিক্ষক অধ্যাপক ড.জাফর ইকবাল স্যারের রক্তে পূণভৃমি সিলেট রঞ্জিত!

    লেখক: সিতার মিয়া (রাজনীতিবীদ)

     

     

     

     

     

     

     

     

    সিলেট শাবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ