বিস্তারিত
  • বিশ্বনাথ থিয়েটারের যুগপূর্তি উৎসব সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 31 March, 2018, 8:44 PM || বিনোদন


    বিপুল উৎসাহ-উদ্দিপনা ও নানান আয়োজনের মাধ্যমে ‘বিশ্বনাথ থিয়েটার’র প্রথম যুগপূর্তি অনুষ্ঠান শনিবার পালন করা হয়েছে। উপজেলা সদরস্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় যুগপূর্তি অনুষ্ঠান পালন কার্যক্রম। এরপর উপজেলা পরিষদ মাঠে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন অতিথিরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটক ও কোরিওগ্রাফী পরিবেশিত হয় এবং বিশ্বনাথ থিয়েটার ‘লাইব্রেরি চাই’ নাটক মঞ্চস্থ করে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।

    যুগপূর্তি উপলক্ষে বিশ্বনাথ থিয়েটারের উদ্যোগে ‘থিয়েটার আঙিনা’ নামক স্মারক প্রকাশ করা হয়। প্রধান অতিথি হিসেবে স্মারকের মোড়ক উন্মোচন করেন সিলেট সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। তিনি বলেন, শক্তিশালী নাট্য আন্দোলনের মাধ্যমে সুস্ত সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ছাড়া মানব সভ্যতার অগ্রগতি ও উৎকর্ষ সাধন সম্ভব নয়। তিনি আরো বলেন, সমাজের নানা অন্যায়-অবিচার , কুসংস্কার, সামাজিক বৈষম্য ও অসংগতি তুলে দলার ক্ষেত্রে নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। নাটকের মাধ্যমেই সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।

    থিয়েটারের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় যূগপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্ঠা কবি সাইদুর রহমান সাঈদ, কবি খালেদ উদ-দীন, বিশ্বনথ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এ এইচ এম ফিরোজ আলী,  উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিয়াম ল্যাবরোটরি স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, নার্সিং হোম একাডেমীর পরিচালক শফিক আহমদ পিয়ার।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিয়েটারের উপদেষ্ঠা কবির আহমদ, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আকতার হোসেন, সাংবাদিক রোহেল উদ্দিন, আবদুস ছালাম, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাঈম প্রমুখ’সহ বিশ্বনাথ থিয়েটারের সদস্যবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ