বিস্তারিত
  • বিশ্বনাথে শাহ আব্দুল রব গৌছ সংবর্ধিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 29 August, 2020, 6:37 PM || বিনোদন


    বিশ্বনাথবিডি২৪ঃঃ- বিশ্বনাথে মরহুম হাজি ইসকন্দর আলীর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতা শাহ আব্দুল রব গৌছ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হয়। বৈষিক করোনা ভাইরাসের কারণে সিলেট ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে পৌছলে ভিআইপি লাউঞ্চে সামাজিক দুরত্ব বঝায় রেখে ফুলেল শুভেচ্ছা জানান মরহুম হাজি ইসকন্দর আলীর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্টানে সংগঠনের সাধারণ সম্পাদক শাহ ছাহেদ মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ‘মরহুম হাজি ইসকন্দর আলী ফাউন্ডেশনের আফসর মিয়া, শাহ মোঃ আশরাফ, শাহ মো. কুতবে আলম, শাহ মো. জাহেদ, শাহ মো. জুনেদ, হাফিজ মাওলানা জিয়াউল হক তালুকদার, ছালিক মিয়া, জাবের আলমসহ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ