বিস্তারিত
  • বিশ্বনাথে শ্বাসরাম বিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন: ৭ কাউন্সিলর নির্বাচিত


    স্টাফ রিপোর্টার || 27 January, 2018, 5:46 PM || শিক্ষাঙ্গন


    সারা বাংলাদেশের ন্যায় ক্ষুদে শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে ২৭ জানুয়ারী বিশ্বনাথ সদর ইউনিয়নের শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বমোট ৭৫ টি ভোটের মধ্যে ৬৬টি ভোট কাষ্ট হয়। এর মধ্যে ৫টি ভোট বাতিল হয়।

    নির্বাচনে বিদ্যালয়ের ১৩জন প্রার্থীর মধ্যে ৭ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত হয়। তারা হলেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদাহ আলী, সামাদ মিয়া, সাকিব উদ্দিন, ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী রুবি বেগম রুজি, মিতা বেগম, ৩য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা বেগম ও লোকমান আহমদ হৃদয়।

    উক্ত ভোটে নির্বাচন কমিশনারের দ্বায়িত্বপালন করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মো: জুনেল মিয়া। প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন ৪র্থ শ্রেণীর শিক্ষাথী হনুফা বেগম। পোলিং অফিসারে দ্বায়িত্বপালন করেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী মাহিদ আহমদ ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী জামিয়া আক্তার। আইনশৃংখলা রক্ষার দ্বায়িত্বে ছিলেন শিক্ষার্থী রাসেল মিয়া, শিমুল মিয়া, সুমাইয়া বেগম, মিজানুর রহমান আপন ও কলছুমা বেগম।

    নির্বাচনের ফলাফল ঘোষনা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ূম শাকি। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: হরমান আলী, সহ-সভাপতি তজম্মুুল আলী রাজু, সহকারী শিক্ষক তমান্না জাহান, জয়া রানী ভট্রাচার্য্য, সুমিত ধর, লিপি বেগম, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন আহমদ, আরমান আলী, আব্দুল হান্নান প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ